বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

আমরা ভিআইপিরা উল্টো পথে যাই বলেই এই যানজট সৃষ্টি হয়: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কের অনিয়ম স্বীকার করে বলেছেন, ‘সড়কে কিছু অনিয়ম আছে তা অস্বীকার করার সুযোগ নাই, করবোও না। সড়ক খাত শতভাগ দুর্নীতিমুক্ত হয়েছে তা বলারও সুযোগ নাই। তারপরেও আমরা ভালো করছি।’

বৃহস্পতিবার (২৯ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘ঈদের আগে একসঙ্গে এক কোটি মানুষ ঢাকা ছেড়ে গেছে। সমস্যাতো হওয়ারই কথা। কিন্তু তারপরেও রাস্তায় যানজট ছিল না তবে ধীরগতি ছিল। অনেক যাত্রী সাড়ে ৪ ঘণ্টায় চট্টগ্রাম গিয়েছে, এটি অকল্পনীয়। আমাদের ধৈর্য কম। আমরা ভিআইপিরা উল্টো পথে যাই বলেই এই যানজট সৃষ্টি হয়। আমাদের নিয়ম মেনে চলা উচিত।’

ওবায়দুল কাদের বলেন, ‘রাঙামাটি থেকে আসার সময় সারা রাস্তা ফাঁকা। কিন্তু কাঁচপুরে এসে দেখলাম ৮ লেনের রাস্তায় যানজট। ৪০ মিনিট যানজটে ছিলাম।  আমাদের সচেতনতার অভাব। আমরা দ্রুত ঢাকায় ঢুকতে চাই বলেই যেভাবে খুশি সেভাবে গাড়ি চালাই এবং সে কারণে যানজট হয়। এই মন মানসিকতা পরিবর্তন না হলে যানজট নিরসন করা যাবে না।’

ময়মনসিংহের ফ্লাইওভার নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ময়মনসিংহে যাওয়ার পথে ৫টি ফ্লাইওভার হবে। বছর দেড়েক অপেক্ষা করুন, সমস্যা থাকবে না। ময়মনসিংহে যেতে আগের মতো আর ৫ ঘণ্টা সময় লাগে না। গাজীপুর থেকে ময়মনসিংহ যেতে এখন সময় লাগে মাত্র দুই ঘণ্টা। এটা কি উন্নতি নয়?’

সেতুমন্ত্রী বলেন, ‘মহাসড়কে অনেক জায়গায় এখন আর থ্রি হুইলার দেখা যায় না, তবে  কিছু কিছু জায়গায় থ্রি হুইলার আছে। আমাদের দলীয় নেতাকর্মী এবং অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তির পরামর্শে থ্রি হুইলার বন্ধ করতে পারছি না। যদিও এগুলো দুর্ঘটনা ঘটায়।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ