সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার  রবিউস সানি মাসের চাঁদ দেখতে বসছে কমিটি আজহারীর বর্ণনায় নবীজির শারীরিক ও চারিত্রিক সৌন্দর্য জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা ফিলিস্তিনকে প্রভাবশালী ৪ রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু নেজামে ইসলাম পার্টিসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরিশালের সভাপতিকে বহিষ্কার কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

বাহাস এড়াতে এনায়েতুল্লাহ আব্বাসীর নতুন কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী ২৫ তারিখে অনুষ্ঠতিব্য বহুল আলোচিত বাহাসের যেনো রহস্যের কোনো শেষ নেই। এবার কেঁচো খুড়তেই বেড়িয়ে এলো সাপ। এবার অভিযোগ উঠেছে, ফাউন্ডেশন মিলনায়তনের বরাদ্দ বাতিল করার জন্য স্বয়ং ড. এনায়েতুল্লাহ আব্বাসিই দিয়েছেন বিকল্প দরখাস্ত।

একই দিন একই সময়ে হলের বরাদ্দ চেয়ে আবেদন করেছে ‘তাহরিকে খাতমে নাবুয়্যাত’ নামক আরেকটি সংগঠন। আওয়ার ইসলামের অনুসন্ধানে জানা গেছে,  এ সংগঠনের আমীর  ড. মুফতি সৈয়দ মোহাম্মাদ এনায়েতুল্লাহ আববাসী।

আওয়ার ইসলাম তার অনুসন্ধানে আরও জানতে পেরেছে যে,  ২৫ তারিখ বাহাসের জন্য জন্য ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মিলনায়তনের বরাদ্দ চেয়ে দরখাস্ত করা হয়। কিন্তু অনুমতি দেয় নি ইফা কর্তৃপক্ষ। কারণ অনুসন্ধানে ফাউন্ডেশন ডিজির কাছে যান দুই পক্ষের ‍দুজন প্রতিনিধি।

২য় পক্ষে তালিমুদ্দিন ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক আবদুস সবুর খান এবং ১ম পক্ষ তথা ড. এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষে মুহাম্মদ মাহদী। তাদের উভয়ের উপস্থিতি ইসলামিক ফাউন্ডেশনেরদাওয়াহ বিভাগের প্রধান নিশ্চিত করেন, একই দিনে, একই সময়ে একই তারিখে “পবিত্র মাহে রমজানের গুরত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভার জন্য অনুমতি চেয়ে দরখাস্ত প্রদান করেছে তাহরিকে খাতমে নাবুয়্যাত নামক একটি সংগঠন। এবং এ দরখাস্ত এসেছে, আব্বাসী মঞ্জিল থেকে।

২৫ মে বাহাস নিয়ে মুখ খুললেন মুফতি মিযানুর রহমান সাঈদ

২৫ মে বাহাসের অনুমতি মিলেনি ফাউন্ডেশন মিলনায়তনে

এ ব্যাপারে দ্বিতীয় পক্ষের প্রতিনিধি আবদুস সবুর খান আওয়ার ইসলামকে আরও জানান,  ‘গতকাল কথা ছিল, আজকে আমরা যাত্রাবাড়ি মাদ্রাসায় (মাওলানা মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা) যাব ওখানে বাহাস হওয়ার সংক্রান্ত বিষয়ে হযরতের অনুমতি নিতে। দুই পক্ষে সম্মতিতে এই কথার উপর ভিত্তি করেই গতকালকের প্রোগ্রাম শেষ হয়। যা লাইভ ভিডিওতেও স্পষ্ট দেখা যাচ্ছে।’

 ২৫ মে বাহাস নিয়ে বিভ্রান্তি ও কিছু কথা

‘কিন্তু গতকাল রাত্রেই আমাকে ১ম পক্ষের প্রতিনিধি মাহদী ফোন দিয়ে বলল, আজকে আব্বাসীর মাদ্রাসায় খতমে বুখারী। তো জায়গা কোথায় হতে পারে সেই বিষয়ে আলোচনার জন্য শুক্রবার বাইতুল মোকাররম বসা হবে। আমি সাথে সাথে প্রতিবাদ করি।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে বলি, এই মাত্র আপনাদের মুবাহির মঞ্জুর সাহেবের সাথেও কথা হয়েছে। তিনি বললেন যাত্রাবাড়ী হুজুরকে যেন মুফতি মিযান সাহেব ফোন করেন এবং আব্বাসী সাহেবকে ফোন করার কথা উনি বলবেন। সকালেও একই কথা হয়েছে। আর আপনি এখন এই কথা বলছেন কেন?  কিন্তু  সে বিষয়টি সরাসরি অস্বীকার করে আমাকে অবাক করে দেয়।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ