রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায়

জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর খতমে বুখারী কনফারেন্স সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বৃটেন প্রবাসীদের সর্ব বৃহত্তর মাদরাসা জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর ১১তম খতমে বুখারী কনফারেন্স।

বৃটেনের প্রবীণ আলেম শায়েখ হযরত মাওলানা আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে বিদায়ী ছাত্র দের বুখারী শরীফের শেষ দারস পেশ করেন বিশিষ্ট আলেম শাইখুল হাদীস মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী।

জামেয়ার প্রতিষ্ঠা মুহতামিম শায়খ মাওলানা রেজাউল হক সংক্ষিপ্ত রিপোর্ট পেশ ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মেহমানদের মধ্য উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসা সিলেট এর মুহতামিম শায়েখ মাওলানা জিয়া উদ্দিন, আল্লামা শায়খে কৌড়িয়া (রহঃ)এর বিশিষ্ট খলিফা মাওলানা শায়েখ ইমাম উদ্দিন, দারুল উলূম ব্যারীর শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহীম, খলিফায়ে ফেদায়ে মিল্লাত শায়খ মাওলানা তরিকুল্লাহ, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা এমদাদুল হাসান নোমানী, মাওলানা একরামুল হক খায়েরী, মাওলানা শামছুদ্দিন, মাওলানা শায়েখ ছালেহ আহমদ, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা আব্দুর রব, মুফতী মাহবুবুর রহমান, ক্বারী মাওলানা আব্দুল হাফিজসহ স্থানীয় শতাধিক উলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন।

পরিশেষে জামেয়ার মুহতামিম শায়েখ মাওলানা রেজাউল হক উপস্থিত মেহমান ও শিক্ষক বৃন্দকে সাথে নিয়ে দাওরায়ে হাদীস সমাপন কারীদের মাথায় পাগড়ী পরিয়ে দেন। স্মরণকালের বৃহত্ত এই সম্মেলন পরিচালনা করেন জামেয়ার শিক্ষা সচিব শায়েখ মাওলানা ফয়জুল হক আব্দুল আজিজ ও মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম ।

ব্রিটেনে দীনের প্রসারে অবদান রাখছেন শায়খ মাওলানা রেজাউল হক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ