সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

যুবদলের সভাপতি নিরব, সম্পাদক টুকু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jubodal_tukuআওয়ার ইসলাম: জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম নিরব এবং সাধারণ সম্পাদক হয়েচেন সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া কমিটিতে মোরতাজুল করিম বাদরুকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়নকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মামুন হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত ওই অনুমোদন লিপিতে উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে আগামী তিন বছরের জন্য জাতীয়তাবাদী যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হলো। এই পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশও দেয়া হয়েছে।

এদিকে একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণেরও আংশিক কমিটি অনুমোদন করেছেন খালেদা জিয়া। ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে রফিকুল অালম মজনুকে সভাপতি, শরীফ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, গোলাম মাওলা শাহীনকে সাধারণ সম্পাদক, সাঈদ হাসান মিন্টু আর টি মামুন ও আনন্দ শাহকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামাল উদ্দীন খান শাহীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তরে এসএম জাহাঙ্গীর হোসেনকে সভাপতি, মোস্তফা কামাল রিয়াদকে সিনিয়র সহ-সভাপতি, সফিকুল ইসলাম মিল্টনকে সাধারণ সম্পাদক, শরিফ উদ্দিন জুয়েলকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোস্তফা জগলুল পাশা পাবেলকে সাংগঠনিক সম্পাদক পদ দেয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ