মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


সৌদি নারীদের মিউজিক ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_women_songআওয়ার ইসলাম: সৌদি আরবের নারীদের তৈরি একটি মিউজিক ভিডিও ইউটিউবে ভাইরাল হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত ২৩ ডিসেম্বর ইউটিউবে পোস্ট করার পর এ পর্যন্ত দেখেছেন প্রায় ১৭ লাখ মানুষ।

এই ভিডিওটিতে দেশটির বেশ বেশ কিছু প্রথা ভাঙতে দেখা গেছে নারীদের। সেই সঙ্গে ভিডিওটার কয়েক জায়গায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, বোরকা পরা কয়েকজন নারী নাচছেন, গান গাইছেন, স্কেটবোর্ডিং করছেন এবং বাস্কেটবল খেলছেন। ভিডিওটার শুরুতে দেখা যায়, ছোট একটি ছেলে চালকের আসনে বসে আছে। সে-ই চালাচ্ছে গাড়ি। কারণ সৌদি আরবের নারীরা গাড়ি চালাতে পারেন না।

ভিডিওতে দেখা যায়, নারীরা স্কেটিং, স্কেটবোর্ডিং ও রাস্তায় খেলনা স্কুটার চালাচ্ছে। এসব কাজের সময় পুরুষরা তাদের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তাঁদের এসব বন্ধ করতে বলছে। নারীর এসব উপেক্ষা করে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য এর আগে একটি রেস্তোরায় সৌদি নারীদের নাচের ভিডিও প্রকাশ পেলে ভিডিও দেখে সব নারীকে গ্রেফতার করা হয়।

 


সম্পর্কিত খবর