শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

আমেরিকা নির্বাচন; বাংলাদেশিদের ধারণা এবং আমেরিকার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rashid-jamilরশীদ জামিল

আমেরিকানরা বলছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন উৎসবমুখর নির্বাচন নাকি খুব কমই হয়েছে। অবশ্য গত ক’দিনে, বিশেষত আজ ভোটের দিন, সারাদিন যে পরিমাণ উত্তেজনা আর উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছিলো, সেটা ছিল ব্যাখ্যার অতীত।

এই ক'দিনে আমেরিকার নির্বাচনকে ঘীরে যে কয়েকটি ব্যাপার প্রকটভাবে সামনে এসছে-

১. নিউ ইয়র্ক প্রবাসী মুসলমানদের অবস্থাদৃষ্টে মনে হচ্ছিলো , ভোটটা হচ্ছে মুসলিম এবং অমুসলিম প্রার্থীদের মধ্যে! মোটামুটি সবাই ধরেই নিয়েছেন, ট্রাম্প নির্বাচিত হলে মুসলমানরা সাগরে ভাসবে! হিলারি নির্বাচিত হলে মুসলমানরা সপ্তম আকাশে চষে বেড়াবে! কারো কারো অবস্থায় মনেহল, হিলারি নির্বাচিত হলে আমেরিকায় বুঝি ইসলামি হুকুমতই কায়েম হয়ে যাবে!!

আমেরিকান কন্সটিটিউশন যারা পড়েন, এখানকার উচ্চকক্ষ-নিম্নকক্ষ ক্ষমতা যারা বুঝেন, এখানকার আদালতের ক্ষমতা যারা জানেন, তাঁরা জানেন অভ্যন্তরীণ বিষয়াশয়ে রাষ্ট্রপতির অনেক ক্ষমতা হলেও তিনি সর্বময় ক্ষমতার অধিকারি হন না। সুতরাং মনে হয় না এতটা নিশ্চিত হয়ে ভাবার যুক্তি ছিল। কথাবার্তায় বিপরীত হলেও কে বলবে ট্রাম্প মুসলমান বান্ধব হয়েও তো উঠতে পারেন।

২. আমেরিকা প্রবাসী হজরত বাঙালিদের ধারণা, নির্বাচনটা হচ্ছে বাংলাদেশি প্রার্থী এবং বিদেশির মধ্যে। ধরে নেয়াহয় ডেমোক্রেটরা ইমিগ্রেন্ট বান্ধব। সেই অর্থে অভিবাসীরা, বিশেষত বাংলাদেশিরা মনে করছেন হিলারি ক্লিনটনই একমাত্র ভরসা।

আদতে বিপরীতও হতে পারে। দেখা যেতে পারে ইমিগ্রেন্টদের জন্য ডোনাল্ড ট্রাম্প আশির্বাদও হয়ে উঠতে পারেন। হতে পারে নির্বাচন-পূর্ব কঠিন কথাবার্তা বৈতরনি পাড়ি দেয়ার কৌশলও হয়ে থাকতে পারে। অন্তত আশাবাদি হতে দোষ কী!

৩. সেই চিরাচরিত আওয়ামীলীগ-বিএনপি মার্কা সনাতন সমর্থকদের ভাবসাবে মনে হল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার নেতা ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী হিলারি ক্লিনটনের মধ্যে।

আদুভাইরা ভুলে যান তাঁরা বাংলাদেশি কিন্তু আমেরিকানরা ভুলে না, তাঁরা আমেরিকান। আমেরিকানদের জন্ম হয়নি বাংলাদেশের আওয়ামীলীগ-বিএনপি নিয়ে ভেবে মাথা নষ্ট করবার জন্য। বাংলাদেশ নিয়ে তাদের ভাবনায় আওয়ামী লীগ-বিএনপি ফ্যাক্টর না। ফ্যাক্টর হল আমেরিকার স্বার্থ। আর দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দলের স্বার্থে আত্ম বিকৃতিতে আওয়ামীলীগ-বিএনপি একই মুদ্রার দুই পীঠ। সুতরাং আমেরিকার জন্য আওয়ামী লীগ যা, বিএনপিও তা। সেটা হিলারি প্রেসিডেন্ট হলেও, ট্রাম্প হলেও।

শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। আমেরিকানরা আবার প্রমাণ করল তাঁরা আবেগ আর হুজুগে গা ভাসায় না। তাঁরা তাদের স্বার্থে যা করার, নীরবেই করে যায়। তাঁরা মার্কা বা ব্যক্তিরচে' দেশের কথা আগে ভাবে। সেটা তাঁরা তাদের মত করেই ভাবে।

তাহলে ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
যদি তাই হয়, তবে তিনি কেমন হন,
কথার মত হন না নতুন কিছু হন,
সেটাই হবে দেখবার বিষয়।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ