বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

এবার মাদরাসা শিক্ষককে পেটালো গো-রক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dilliআওয়ার ইসলাম: ভারতের দিল্লিতে গরুর গোশত বহন করা হচ্ছে সন্দেহে এক মাদরাসা শিক্ষক এবং অটো রিকশা চালককে পিটিয়ে আধমরা করল গো-রক্ষকরা। তাদেরকে লাঠি এবং লোহার রড দিয়ে পেটানো হয় বলে অভিযোগ উঠেছে।

আজ (শুক্রবার) গণমাধ্যমে বলা হয়েছে, হাফিজ আব্দুল খালিদ (২৫) এবং আলী হাসান (৩৫) নামে গুরুতর আহত ওই দু’জনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। হাফিজ আব্দুল খালিদ প্রেমনগরস্থিত একটি মাদরাসায় শিক্ষকতা করেন।

ঈদুল আজহা উপলক্ষে দেয়া কুরবানির বর্জ্য বুধবার দুপুরে একটি গাড়িতে করে নিয়ে ফেলতে যাচ্ছিলেন আব্দুল খালিদরা। এ সময় অন্য একটি গাড়ি ওভারটেক করে তাদের গাড়ি  থামায়। এদের মধ্যে একজন ফোন করে অন্যদের ডেকে নেয় এবং অন্যজন তাদের মারধর করে। কিছুক্ষণের মধ্যে কমপক্ষে ২৫ জন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছে তারাও মারধর করা শুরু করে দেয়।

তাদের কাছে গরুর গোশত রয়েছে এমন সন্দেহে হাফিজ আব্দুল খালিদ এবং আলী হাসানকে ব্যাপক মারধর করা হয়। আলী হাসানের সঙ্গে ১৪ বছরের একটি ছেলেও ছিল সে ই পালিয়ে গিয়ে বাড়িতে খবর দেয়। পরবর্তীটিতে পুলিশ ঘটনাস্থলে যায় যদিও তার আগেই পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা। পুলিশ আহত ওই দু’জনকে হাসপাতালে ভর্তি করে।

মাদ্রাসা শিক্ষকের উপরে আক্রমণের খবরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সংশ্লিষ্ট এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ এ ব্যাপারে নবীন, রাজু, দেবেশ এবং অভিষেক নামে ৪ যুবককে গ্রেফতার করেছে। পুলিশ কর্মকর্তা বিক্রমজিৎ সিং বলেন, অন্য অভিযুক্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ