শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

এসো বিশ্বকে জানি ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

worldসাইফুল ইসলাম রিয়াদ; আওয়ার ইসলাম

পৃথিবীতে মোট ২৩০টি দেশ রয়েছে। স্বাধীন দেশ ১৯৬টি এবং পরাধীন দেশ ৩৪টি। প্রথমে স্বাধীন দেশগুলোর পরিচয় জেনে নিই। পরিচয় পর্বের শুরুতে আলোচনা করব প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে।

বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ পৃথিবীর গোলার্ধে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম মহাদেশ। এর অায়তন প্রায় ৪ কোটি ৬৪ লক্ষ ৮৮ হাজার ২৩৭ বর্গ কি.মি.। এশিয়া মহাদেশের উত্তরে রয়েছে উত্তর মহাসাগর। দক্ষিণে ভারত মহাসাগর। পূর্বে প্রশান্ত মহাসাগর। দক্ষিণ -পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা। পশ্চিমে ভূমধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।

বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি অন্যতম প্রদেশ, যা বিশ্বের মানচিত্রে সর্বাধিক ঘনবসতি দেশ হিসেবে পরিচিত। এটিই একমাত্র দেশ যার ভাষার জন্য মানুষ প্রাণোৎসর্গ করেছে।

এবার ছোট্ট করে জেনে নিই কেমন আমাদের বাংলাদেশ।

রাষ্ট্রীয় নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

আয়তন: পূর্বে বাংলাদেশের আয়তন ছিল ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.। সম্প্রতি ভারতের কাছ থেকে পাওয়া ২৮,৪৬৭ বর্গ কি.মি. এবং মায়ানমার থেকে পাওয়া ৭০,০০০ বর্গ কি. মি.। সমুদ্রসীমাসহ বর্তমান বাংলাদেশের আয়তন ২,৪৬,০৩৭ বর্গ কি.মি.।

সীমানা: বাংলাদেশের সীমানার উত্তরে রয়েছে জলপাইগুড়ি ও আসাম। পূর্বে আসাম এবং ত্রিপুরা রাজ্য। পশ্চিমে রয়েছে পশ্চিমবঙ্গ ও বিহার এবং দক্ষিণে বঙ্গোপসাগর।

ভৌগলিক অবস্থান: এশিয়া মহাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা।

জাতীয়তা: বাংলাদেশী।

মাতৃভাষা: বাঙলা।

মুদ্রার নাম: টাকা, পয়সা।

জনসংখ্যা: প্রায় সতের কোটি।

রাষ্ট্রধর্ম: ইসলাম।

সময়: + গ্রীনিচ মানের সমান।

বাংলাদেশ একসময় ব্রিটিশ ও পশ্চিমা শাসকদের হাতে পরাধীন ছিল। ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়। বাংলাদেশে রয়েছে অসংখ্য নদী নালা এবং বৃহত্তম সমুদ্র সৈকত। বাংলাদেশের সীমারেখা স্থলভাগ এবং সমুদ্রোপকূলসহ মোট ৫,১৩৮ কি.মি.। স্থলসীমা ৪,৪২৭ কি.মি. এবং জলসীমা ৭১১ কি.মি.। বাংলাদেশের অধিবাসীদের মধ্যে মোট ৮৫ ভাগ মুসলমান বাকী ১৫ ভাগ হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টান। এদেশে শতকরা শিক্ষিতের হার ৭৩জন প্রায়। শ্রমজীবি মানুষের শতকরা ৭৫ ভাগ কৃষি নির্ভর।

এআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ