সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

ফেসবুকে সব ভিডিও এখন ‘রিলস’: কনটেন্ট অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনছে মেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের ভিডিও অভিজ্ঞতায় আনছে বড় ধরনের পরিবর্তন। এবার থেকে ফেসবুকে আপলোড হওয়া সব ভিডিও—ছোট হোক বা বড়, এমনকি লাইভ ভিডিওও—‘রিলস’ হিসেবেই গণ্য হবে। ব্যবহারকারীদের জন্য ভিডিও শেয়ারের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করতে এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা।

রিলসই হবে ভিডিওর নতুন রূপ

১৭ জুন (মঙ্গলবার) এক অফিসিয়াল বিবৃতিতে মেটা জানায়, ফেসবুক অ্যাপে ‘ভিডিও’ নামে যে ট্যাবটি ছিল, সেটির নামও পরিবর্তন করে ‘রিলস’ রাখা হচ্ছে। এ পরিবর্তন ধাপে ধাপে বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে চালু হবে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যেকোনো দৈর্ঘ্যের ভিডিও—স্বল্প দৈর্ঘ্য হোক বা পূর্ণদৈর্ঘ্য—রিলস আকারেই আপলোড ও প্রকাশ করা যাবে। রিলসের ক্ষেত্রে আগে যেভাবে নির্দিষ্ট দৈর্ঘ্য (মূলত ৯০ সেকেন্ড) ও ফরম্যাটের বাধ্যবাধকতা ছিল, তা আর থাকছে না।

পুরনো ভিডিও যাবে কোথায়?

মেটা আশ্বস্ত করেছে, আগের ভিডিওগুলো মুছে ফেলা হচ্ছে না। বরং নতুন ‘রিলস’ ট্যাবেই সেগুলো পাওয়া যাবে। ফলে আগের কনটেন্টেও দর্শকরা সহজেই প্রবেশ করতে পারবেন।

টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের সঙ্গে পাল্লা এই সিদ্ধান্ত স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, শর্ট ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা যেভাবে বেড়েছে, ফেসবুক সেটিকে কেন্দ্র করেই ব্যবহারকারীদের সময় ধরে রাখতে চায়। বর্তমানে টিকটক, ইউটিউব শর্টস ও ইনস্টাগ্রাম রিলসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে মেটা তার কনটেন্ট স্ট্র্যাটেজিতে বড় রকমের পরিবর্তন আনছে।

ব্যবহারকারীদের জন্য কী মানে এই পরিবর্তন?

- কনটেন্ট নির্মাতারা আরও ফ্লেক্সিবলভাবে ভিডিও আপলোড করতে পারবেন  
- বড় ভিডিও এখন রিলস হিসেবেই ব্যবহারকারীদের ফিডে আসবে  
- ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে রিলস অ্যালগরিদমের কারণে  

সামগ্রিকভাবে বলা যায়, ফেসবুক ভিডিওর এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে—যেখানে ‘রিলস’ হয়ে উঠবে সব ভিডিও কনটেন্টের কেন্দ্রবিন্দু। এই পরিবর্তন কনটেন্ট নির্মাতা ও দর্শক—উভয়ের অভিজ্ঞতায় আনবে বড় রকমের প্রভাব।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ