সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

"কোরবানির পশুর ছবি শেয়ার: ইবাদত না রিয়া?"

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান।

কোরবানির ঈদ মানেই ত্যাগ ও আত্মনিয়োগের শিক্ষা। তবে সাম্প্রতিক সময়ে এই ত্যাগের চর্চা অনেকটাই ভিন্নরূপে প্রকাশ পাচ্ছে সামাজিক মাধ্যমে। ঈদের আগে থেকেই শুরু হয় পশু কেনা, আর তার সঙ্গে সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে শুরু হয় ছবি ও ভিডিও শেয়ার করার ধুম।

বিশেষ করে দামি, সুসজ্জিত বা ব্যতিক্রমী কোরবানির পশুর ছবি ও ভিডিও ভাইরাল করতে মরিয়া হয়ে পড়েন অনেকেই। কেউ ক্যাপশনে লেখেন—“আলহামদুলিল্লাহ আমার কোরবানি”, কেউ আবার পশুর দামে চমকে দেন দর্শককে।

ধর্মীয় স্কলাররা বলছেন, এই প্রবণতা রিয়া বা লোক দেখানোর ঝুঁকি তৈরি করে। ইসলাম মতে, কোরবানি একটি পবিত্র ইবাদত, যার ভিত্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি। লোক দেখানোর উদ্দেশ্যে ছবি বা ভিডিও প্রকাশ করলে সেই ইবাদতের মূল আত্মা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা বলেন, কোরবানির পশুর ছবি শেয়ার করা যদি অহংকার, প্রশংসা পাওয়ার মনোভাব বা প্রতিযোগিতার মাধ্যমে হয়—তাহলে তা নিন্দনীয়। আর যদি হয় কৃতজ্ঞতা প্রকাশ বা নসিহতের উদ্দেশ্যে—তবুও উচিত হয় সংযম বজায় রাখা।

তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরবানির পশু নিয়ে ছবি শেয়ার করা সতর্কতার সঙ্গে করা উচিৎ। কারণ, ইবাদতের অন্তর নির্ভরতার বিষয়—তাতে লোক দেখানো প্রবেশ করলে ইবাদত আর ইবাদত থাকে না, হয়ে ওঠে আত্মপ্রদর্শনের এক মাধ্যম।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ