শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

আল্লামা ফরিদপুরী রহ. স্মরণে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল ১৬ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ.-এর কর্ম জীবন শীর্ষক আলোচনা সভা ও সকল মৃত ব্যক্তিদের মাগফেরাত কামনায় দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আগামী ১৬ ও ১৭ (রবি ও সোমবার) ফেব্রুয়ারি-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ঐতিহাসিক বর্ণি উচ্চ বিদ্যালয় মাঠে ওই দিন বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এ মাহফিল।

মাহফিলে প্রধান মেহমান হিসাবে থাকবেন খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমীন।

আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা মাহমুদুল হাসান (খুলনার হুজুর) ও আল্লামা জুনাইদ আল হাবিব।

মাহফিলে বয়ান পেশ করবেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা শায়খ হাসান জামিল, আল্লামা আব্দুল বাসেত খান, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা ইসমাইল ইব্রাহিম (ভবানিপুর), মুফতি হাফিজুর রহমান (কোর্ট মসজিদ মাদরাসা), মাওলানা নাসির আহমাদ, মুফতি রাফি বিন মুনির।

সভাপতিত্ব করবেন বর্ণি মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা বেলায়েত হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুফতি উসামা আমিন ও হা. মাওলানা মোতাহার উদ্দিন।

বিশেষ আলোচনা পেশ করবেন মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি শুয়াইব ইব্রাহীম, মুফতি সৈয়দ মাকসুদুল হক, মুফতি মুরতাজা হাসান (গওহারডাঙ্গা), মুফতি সাঈদ আহমাদ (কলরব), হাফেজ মাও. গাজী আল মাহমুদ, মাও. মুহাম্মদ ইসমাইল বোখারী ও মুফতি উমর ফারুক রহমানী।

বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত থাকছেন মাও. ক্বারী সাইদুল ইসলাম আসাদ, মাওলানা হাবিবুল্লাহ আরমানী (পাকিস্তান), জাগ্রত কবি মাওলানা মুহিব খান, মাওলানা শেখ এনাম (সিলেট)।

এছাড়া মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা শামছুল হক, মাওলানা আব্দুল গফফার, মাওলানা শহীদুল ইসলাম, হাফেজ মাও. ফয়জুল্লাহ, মুফতি আবিদুর রহমান, হাফেজ খুবাইব আহমাদ, মাও. আব্দুল হাকিম, মুফতি শফিকুল ইসলাম, মাও, হুসাইন আহমাদ, মুফতি আশিকুর রহমান, মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতি মুহাম্মাদুল্লাহ জামী, মুফতি আব্দুল আজিজ মাক্কী, মাও. আব্দুর রহমান প্রমুখ ওলামায়ে কেরাম আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত থাকবেন।

এদিকে মাহফিলে সবাইকে অংশগ্রহণ করতে দাওয়াত করেছেন গোপালগঞ্জ জাতীয় তাফসির মাহফিল বাস্তবায়ন কমিটি।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ