শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

ফেনীতে জুমার নামাজের ইমামতি করলেন পবিত্র কাবার সাবেক ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল আজিজ সায়েম, ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঁঞা উপজেলার রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার দশম আন্তর্জাতিক সম্মেলনে জুমার নামাজের ইমামতি করেছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা দূর-দুরান্ত থেকে এসে জুমার নামাজে সারিবদ্ধ ভাবে অংশগ্রহণ করেন। তিনি খুতবা পাঠকালে নামাজের স্থলসহ পুরো এলাকায় পিনপতন নিরবতা বিরাজ করে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে সম্মেলনস্থলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে আসেন তিনি। এই সময় পবিত্র কাবা শরিফের ইমামকে এক নজর দেখতে এলাকার সর্ব-সাধারনের উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

জুমার নামাজের পর তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ইমামের সঙ্গে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানি উপস্থিত ছিলেন।

তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন ও মাগরিবের নামাজের ইমামতি করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, এবারই প্রথমবারের মতো বাংলাদেশে আসেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।

তিনি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার। তিন দিনের সফরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি ঢাকায় পৌঁছেন।

কর্মজীবনের শুরুতে তিনি ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত মসজিদ আল-হারামাইন শরিফের অভ্যন্তরীণ অ্যাকাডেমী শিক্ষক ছিলেন। ২০০৪ সাল পর্যন্ত তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ইনস্টিটিউট এর প্রভাষক ছিলেন। এরপর তিনি ২০০৮ সাল, ২০১৫ সালে দুই বার উক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেনইমাম শায়েখ হাসান বুখারির হারামাইন পরিচালনা পরিষদে খণ্ডকালীন পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করেছেন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় শিক্ষক অনুষদে সদস্য ড. হাসান বুখারি কে ২০১৫ সালে বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজ পবিত্র মক্কা হারামাইন শরিফের অতিথি ইমাম হিসেবে নামাজ পড়ানোর সুযোগ করে দেন।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ