বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ।। ২৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
১৮ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি ৩০ ফুট গভীরে আটকে পড়া সেই শিশু আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করতে হবে: পীর সাহেব চরমোনাই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন কনফারেন্স ও সিরাহ প্রদর্শনী চব্বিশের বিপ্লবের ফসল ঘরে তুলবই: ইবনে শাইখুল হাদিস জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে: পীর সাহেব চরমোনাই ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার পদত্যাগের পর আসিফ-মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ

মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আল আমিন বিন সাবের আলী ||

আমিরে শরীয়ত হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর বিশিষ্ট খলীফা, মুফতি শফি রহ.- এর সুহবত ইয়াফতা প্রিয় ছাত্র, মাদারজাত অলী, জামিয়া আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মোতাওয়াল্লী ও শায়খুল হাদিস, আমাদের প্রাণের স্পন্দন, সকলের শায়েখ, উস্তাজে মুহতারাম, মুসলিহে উম্মাহ মুফতি আব্দুল বারী রহিমাহুল্লাহ -এর জীবন ও কর্ম শীর্ষক বরেণ্যদের লেখায় ঋদ্ধ বৃহৎ কলেবরের স্মারকগ্রন্থের মোড় উম্মোচন হতে যাচ্ছে আগামী ৪ জানুয়ারি শনিবার।

জামিয়া আশরাফিয়া (মাদরাসা) সাইনবোর্ড -এর কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন  "আবনাউল আশরাফিয়া" র ১০ম পুনর্মিলনী সম্মেলন (ফু্যালা সম্মেলন) উপলক্ষে ওই দিন গ্রন্থটির মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হবে।

দীর্ঘ সময়ের আকাঙ্ক্ষিত এ স্মারকগ্রন্থটির সম্পাদনা করেছেন কতিপয় বরেণ্য লেখক, প্রথিতযশা সাংবাদিকসহ জামিয়া আশরাফিয়া মাদরাসার এক ঝাঁক তরুণ লেখক ও বিজ্ঞ উস্তাদবৃন্দ।

উপমহাদেশের বরেণ্য এই মহা মনীষীকে নিয়ে প্রামাণ্য স্মারকগ্রন্থটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করে জামিয়া আশরাফিয়া মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন "আবনাউল আশরাফিয়া"। আর তাদের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে ‘মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রাহিমাহুল্লাহ ’ স্মারকগ্রন্থের সার্বিক তত্ত্বাবধান করেন জামিয়া আশরাফিয়া মাদরাসার বর্তমান মুহতামিম মোতাওয়াল্লী ও শাইখুল হাদিস, এবং বড় হুজুর রহ.-এর সুযোগ্য জানেশীন মুফতি মুফিজুল ইসলাম।

এসময় তিনি উক্ত স্মারকগ্রন্থের লেখক, সম্পাদক, প্রকাশক  ও পাঠক  সকলকে এ মাহেন্দ্রক্ষণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া করেন, যেন উক্ত গ্রন্থের মধ্যমণি আমাদের সকলের শাইখ মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহিমাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। আর এর মাধ্যমে আমাদের সকলকে তার উলূম, মা'আরেফ এবং তার রুহানি ফয়েজ ও বরকত লাভে ধন্য হওয়ার তৌফিক দান করেন। আমিন, ইয়া রব্বাল আলামিন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ