বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৮ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সব খবর ০২ জুলাই ২০২৫ তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ আয়না দেখার সময় রাসূল (সা.)-এর দোয়া জুলাই আন্দোলন দমাতে ছোড়া হয় ৩ লাখ রাউন্ড গুলি বরিশালে গতি ফিরছে নূরানী বোর্ডের কাজে বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আল আমিন বিন সাবের আলী ||

আমিরে শরীয়ত হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর বিশিষ্ট খলীফা, মুফতি শফি রহ.- এর সুহবত ইয়াফতা প্রিয় ছাত্র, মাদারজাত অলী, জামিয়া আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মোতাওয়াল্লী ও শায়খুল হাদিস, আমাদের প্রাণের স্পন্দন, সকলের শায়েখ, উস্তাজে মুহতারাম, মুসলিহে উম্মাহ মুফতি আব্দুল বারী রহিমাহুল্লাহ -এর জীবন ও কর্ম শীর্ষক বরেণ্যদের লেখায় ঋদ্ধ বৃহৎ কলেবরের স্মারকগ্রন্থের মোড় উম্মোচন হতে যাচ্ছে আগামী ৪ জানুয়ারি শনিবার।

জামিয়া আশরাফিয়া (মাদরাসা) সাইনবোর্ড -এর কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন  "আবনাউল আশরাফিয়া" র ১০ম পুনর্মিলনী সম্মেলন (ফু্যালা সম্মেলন) উপলক্ষে ওই দিন গ্রন্থটির মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হবে।

দীর্ঘ সময়ের আকাঙ্ক্ষিত এ স্মারকগ্রন্থটির সম্পাদনা করেছেন কতিপয় বরেণ্য লেখক, প্রথিতযশা সাংবাদিকসহ জামিয়া আশরাফিয়া মাদরাসার এক ঝাঁক তরুণ লেখক ও বিজ্ঞ উস্তাদবৃন্দ।

উপমহাদেশের বরেণ্য এই মহা মনীষীকে নিয়ে প্রামাণ্য স্মারকগ্রন্থটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করে জামিয়া আশরাফিয়া মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন "আবনাউল আশরাফিয়া"। আর তাদের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে ‘মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রাহিমাহুল্লাহ ’ স্মারকগ্রন্থের সার্বিক তত্ত্বাবধান করেন জামিয়া আশরাফিয়া মাদরাসার বর্তমান মুহতামিম মোতাওয়াল্লী ও শাইখুল হাদিস, এবং বড় হুজুর রহ.-এর সুযোগ্য জানেশীন মুফতি মুফিজুল ইসলাম।

এসময় তিনি উক্ত স্মারকগ্রন্থের লেখক, সম্পাদক, প্রকাশক  ও পাঠক  সকলকে এ মাহেন্দ্রক্ষণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া করেন, যেন উক্ত গ্রন্থের মধ্যমণি আমাদের সকলের শাইখ মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহিমাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। আর এর মাধ্যমে আমাদের সকলকে তার উলূম, মা'আরেফ এবং তার রুহানি ফয়েজ ও বরকত লাভে ধন্য হওয়ার তৌফিক দান করেন। আমিন, ইয়া রব্বাল আলামিন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ