সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আল আমিন বিন সাবের আলী ||

আমিরে শরীয়ত হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর বিশিষ্ট খলীফা, মুফতি শফি রহ.- এর সুহবত ইয়াফতা প্রিয় ছাত্র, মাদারজাত অলী, জামিয়া আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মোতাওয়াল্লী ও শায়খুল হাদিস, আমাদের প্রাণের স্পন্দন, সকলের শায়েখ, উস্তাজে মুহতারাম, মুসলিহে উম্মাহ মুফতি আব্দুল বারী রহিমাহুল্লাহ -এর জীবন ও কর্ম শীর্ষক বরেণ্যদের লেখায় ঋদ্ধ বৃহৎ কলেবরের স্মারকগ্রন্থের মোড় উম্মোচন হতে যাচ্ছে আগামী ৪ জানুয়ারি শনিবার।

জামিয়া আশরাফিয়া (মাদরাসা) সাইনবোর্ড -এর কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন  "আবনাউল আশরাফিয়া" র ১০ম পুনর্মিলনী সম্মেলন (ফু্যালা সম্মেলন) উপলক্ষে ওই দিন গ্রন্থটির মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হবে।

দীর্ঘ সময়ের আকাঙ্ক্ষিত এ স্মারকগ্রন্থটির সম্পাদনা করেছেন কতিপয় বরেণ্য লেখক, প্রথিতযশা সাংবাদিকসহ জামিয়া আশরাফিয়া মাদরাসার এক ঝাঁক তরুণ লেখক ও বিজ্ঞ উস্তাদবৃন্দ।

উপমহাদেশের বরেণ্য এই মহা মনীষীকে নিয়ে প্রামাণ্য স্মারকগ্রন্থটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করে জামিয়া আশরাফিয়া মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন "আবনাউল আশরাফিয়া"। আর তাদের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে ‘মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রাহিমাহুল্লাহ ’ স্মারকগ্রন্থের সার্বিক তত্ত্বাবধান করেন জামিয়া আশরাফিয়া মাদরাসার বর্তমান মুহতামিম মোতাওয়াল্লী ও শাইখুল হাদিস, এবং বড় হুজুর রহ.-এর সুযোগ্য জানেশীন মুফতি মুফিজুল ইসলাম।

এসময় তিনি উক্ত স্মারকগ্রন্থের লেখক, সম্পাদক, প্রকাশক  ও পাঠক  সকলকে এ মাহেন্দ্রক্ষণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া করেন, যেন উক্ত গ্রন্থের মধ্যমণি আমাদের সকলের শাইখ মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহিমাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। আর এর মাধ্যমে আমাদের সকলকে তার উলূম, মা'আরেফ এবং তার রুহানি ফয়েজ ও বরকত লাভে ধন্য হওয়ার তৌফিক দান করেন। আমিন, ইয়া রব্বাল আলামিন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ