শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

গাজীপুরে মাস্টারবাড়ী মাদরাসার ১৬তম বড় সভা ২৮ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে জামি'আতুল উলূমিল ইসলামিয়া মাস্টারবাড়ী মাদরাসার ১৬তম বড় সভা ২৮ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওই দিন সকাল ৯টা হতে মহানগর গাজীপুর থানভীনগর (নান্দুয়াইন) ইপসা মাদরাসা ময়দানে িএই বড় সভা চলবে অর্ধরাত পর্যন্ত।

মাদরাসাটির প্রতিষ্ঠাতা মুহতামিম ইত্তেহাদুল মাদারিসিল কুওমিয়্যাহ গাজীপুরের মহাসচিব আল্লামা মুফতি নূরুল ইসলাম আওয়ার ইসলামকে জানান, জামি'আতুল উলূমিল ইসলামিয়া গাজীপুর-এর হিফজ, দাওরায়ে হাদীস ও ইফতা সমাপনকারী ছাত্রদের দস্তারবন্দী ও ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ গাজীপুর এর ২০২৪ইং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের পুরষ্কার প্রদান উপলক্ষে এই 'বড় সভা' ।

বড় সভায় আমন্ত্রিত যারা

প্রধান মেহমান: শায়েখ ড. আদনান আল খাতিরী (মদিনা ইউনিভার্সিটি, সৌদি আরব)।

বিশেষ মেহমান: শায়েখ ওমর বিন আব্দুল হাফিজ মাক্কী ও আল্লামা মনির উদ্দিন উসমানি (শিক্ষাসচিব, দারুল উলূম দেওবন্দ, ভারত)।

প্রধান অতিথি: মাওলানা ড. আ.ফ.ম. খালিদ হোসেন (মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়)

আমন্ত্রিত ওলামা-মাশায়েখ:

আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব, মধুপুর , আল্লামা শেখ আহমদ (হাটহাজারী), আল্লামা সাজিদুর রহমান (হেফাজত মহাসচিব), মাওলানা মাহফুজুল হক (মহাসচিব, বেফাক)মাওলানা উবায়দুর রহমান খাঁন নদভী (বেফাক প্রধান পরিচালক), মাওলানা আব্দুস সালাম পাটুয়ারী ।

প্রধান আলোচক: আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দা.বা. পীর সাহেব,

প্রধান বক্তা: মাওলানা মামুনুল হক দা.বা.

আমন্ত্রিত ওয়ায়েজিনে কেরাম: মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল বাসেত খাঁন, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী।

বিশেষ আকর্ষণ: মাওলানা নিয়ামতুল্লাহ আল-ফরিদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী।

পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবেন: ক্বারী আহমাদ বিন ইউছুফ আল আজহারী ওক্বারী সাইদুল ইসলাম আসাদ।

সভাপতিত্ব করবেন: আল্লামা মুফতি নূরুল ইসলাম (প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস, জামি'আতুল উলুমিল ইসলামিয়া গাজীপুর মহাসচিব, ইত্তেহাদুল মাদারিসিল কুওমিয়্যাহ)।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ