মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঢাবিতে দোয়া মাহফিল খতমে বুখারি ও শিক্ষা সমাপনী অনুষ্ঠান নিয়ে পাকিস্তান বেফাকের কঠোর সতর্কবার্তা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নূরানী বোর্ডের পরিচালকের শোক খালেদা জিয়ার ইন্তেকালে ইউকে জমিয়তের শোকবার্তা খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান খালেদা জিয়া সেদিন আলেম-ওলামার পক্ষে দাঁড়িয়েছিলেন: হেফাজতে ইসলাম বেগম জিয়ার মরদেহ সকালে নেয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী ‘স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের এক অবিচল অধ্যায় শেষ’

লংমার্চ টু ঢাকা কর্মসূচি কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছেন সোমবার (৫ অক্টোবর) সেসব স্থানে শহীদ স্মৃতিফলক উন্মোচনের ঘোষণা দেয়া হয়েছে। একই সঙ্গে  মঙ্গলবার লংমার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। 

রবিবার শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার সমাবেশে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চত্বরে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

১ দফা দাবিতে আগামী ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে সোমবার সারাদেশে যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছে সেখানে শহীদ স্মৃতিফলক উন্মোচন এবং মঙ্গলবার লংমার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়।

সোমবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দেয়া হয়েছে। এছাড়া সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় সারাদেশের ছাত্র-জনতাকে দুপুর ২টার মধ্যে শাহবাগে জমায়েতের ডাক দেয়া হয়েছে। সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ