সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

অজপাড়া গাঁয়ে ‘উই আর ওয়ান ফাউন্ডেশন’র উইজডম ইন্টারন্যাশনাল স্কুল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদর্শ জাতি গঠনে এবং আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সুযোগ্য নেতৃত্ব ও জনশক্তি। আর সুযোগ্য নেতৃত্ব এবং জনশক্তির জন্য প্রয়োজন ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়। সেই মহান লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে উই আর ওয়ান ফাউন্ডেশন।

বহু ঘাত প্রতিঘাত আর চড়াই উৎরাই পেরিয়ে এবার উই আর ওয়ান ফাউন্ডেশনের  দায়িত্বশীল কর্মীদের অক্লান্ত পরিশ্রম আর ঐকান্তিক প্রচেষ্টায় অজপাড়া গাঁয়ে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে নির্মিত হচ্ছে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল। লালমনিরহাট জেলার শিয়ালখোয়া থানাধীন বারাজান গ্রামে ২৪ শতাংশ জায়গা নিয়ে গড়ে উঠছে জ্ঞানচর্চার এই অভূতপূর্ব ক্যাম্পাস। এখানে যেমন চর্চা হবে জ্ঞান বিজ্ঞানের, তেমনি এখানে ধ্বনিত প্রতিধ্বনিত হবে কুরআনের সুর। এখান থেকে দিগ দিগন্তে ছড়িয়ে পড়বে কুরআন, হাদীসের আলো।

অজপাড়া গাঁয়ে ফুটবে সভ্যতার অজস্র ফুল। সেই ফুলের সুবাসে মোহিত হবে চারিদিক।  বুকে পবিত্র কুরআন ধারণ এখানে সৃষ্টি হবে বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার আর জগতজোড়া খ্যাতির অজস্র ধারক বাহক। শুধু শিশুদের নয়, এখান থেকে শিক্ষার আলো বিলানো হবে বয়স্কদের মাঝেও। থাকবে সন্ধ্যায় বয়স্কদের নিয়মিত পড়াশোনা ও দ্বীনি শিক্ষার আয়োজন।

২০২৫ এর জানুয়ারী থেকে শুরু হবে ক্লাস। সবার নেক দোয়া ও আন্তরিক সহযোগিতা চাই। মহান আল্লাহ আমাদের পরিকল্পনা ও পরিশ্রমকে কবুল করুন। আমীন!

বিঃদ্র- এছাড়াও সনাতন সহ অন্যান্য ধর্মালম্বী পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য তাদের ধর্মীয়  শিক্ষক- শিক্ষিকার মাধ্যমে থাকবে ক্লাস শুরুর আগে ধর্মীয় জ্ঞান চর্চার  ব্যবস্থা ইনশাআল্লাহ।

এভাবে প্রত্যন্ত অঞ্চলে একের পর এক স্কুল গড়ার আমরা নিয়ত করেছি আলহামদুলিল্লাহ।

উল্লেখ্য যে, ‘উই আর ওয়ান ফাউন্ডেশন’ একটি সার্বজনীন অরাজনৈতিক সেবা সংস্থা। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল শ্রেণীপেশার অসহায় মানুষদের কল্যাণে কাজ করে উই আর ওয়ান ফাউন্ডেশন। দেশবরেণ্য উলামায়ে কেরাম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সরাসরি অংশ গ্রহণ এবং সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে উই আর ওয়ান ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রম।

সারা দেশ জুড়ে আমাদের একের পর এক কাজ চলছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ