বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার ছয় লাশ পোড়ানোর মামলা: ট্রাইব্যুনালে ৮ আসামি পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ “হাসিনা দেশকে মুক্তিযোদ্ধা-রাজাকারে ভাগ করেছিলেন”—ভোলায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তথ্য ফাঁসের জেরে যুক্তরাজ্যের গোপন পুনর্বাসন পরিকল্পনায় আশ্রয় পেলেন হাজারো আফগান গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, এনসিপি পদযাত্রা ঠেকাতে ছাত্রলীগের তাণ্ডব জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা গাজায় আরও ৬১ প্রাণহানি, ত্রাণকেন্দ্রে হামলা রাগ যদি আগুন হয়, নিয়ন্ত্রণ তবে শান্তির জল

ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ডিজে কেজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কেনিয়ার খ্যাতিমান গসপেল সংগীতশিল্পী ও ডিজে কেজিয়া জিরোনো, যিনি ডিজে কেজ নামে পরিচিত, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। চলতি বছরের ১১ জুলাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আমাদের শাহাদাহ গ্রহণ করেছি। এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের সূচনা।’

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়, ডিজে কেজ ও তার কন্যা উভয়েই ইসলামী পোশাক পরিধান করেছেন এবং মেয়ের হাতে রয়েছে মেহেদি। ইসলাম গ্রহণের পর কেজিয়া নিজের নাম পরিবর্তন করে জিয়াহ এবং তার কন্যার নাম রেখেছেন লিয়ানা।

ডিজে কেজ একজন ‘গসপেল ডিজে’ হিসেবে পরিচিত ছিলেন, যিনি চার্চ ও ধর্মীয় সমাবেশে সংগীত পরিবেশন করতেন। তবে তার জীবনের পথচলা ছিল বেশ কঠিন। মাত্র ১৭ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হলে তাঁকে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ থেকে বহিষ্কার করা হয়। সামাজিকভাবে লাঞ্ছিত হয়ে তিনি চার্চ ত্যাগ করে সেক্যুলার ধারার গান গাইতে শুরু করেন।

পরবর্তীতে ২০২০ সালে তিনি পুনরায় ধর্মীয় সংগীতে ফিরে এলেও শেষ পর্যন্ত একান্ত আধ্যাত্মিক অন্বেষণের ধারাবাহিকতায় ইসলামের ছায়াতলে আশ্রয় নেন।

ইসলাম গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক চার্চে শুরু হয়নি, চার্চেও তা শেষ হয়নি। আমি বহু বছর ধরে আধ্যাত্মিকতার পথ খুঁজেছি। ইসলামের প্রতি আমার ঝুঁকে পড়া আকস্মিক নয়—এটি পবিত্র, এটি আমার নিজের পথ। বিশ্বাস কোনো আবদ্ধ বাক্স নয়, বরং এটি একটি আহ্বান—যাতে আমি সাড়া দিয়েছি।”

ডিজে কেজের ইসলাম গ্রহণের খবর কেনিয়ার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সামাজিক মাধ্যমে অসংখ্য অনুসারী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

তথ্যসূত্র: তুকো.কেই

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ