মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

 ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিশেষ কর্মসূচি ‘তুমি আলেম হও’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদরাসাপড়ুয়াদের যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতে বিশেষ কর্মসূচি নিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এর নাম দেওয়া হয়েছে ‘তুমি আলেম হও’। এ উদ্যোগের আওতায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কর্মসূচির প্রাথমিক কার্যক্রম সম্বলিত পোস্টারটি অধিভুক্ত ও প্রাথমিক পাঠদান অনুমতিপ্রাপ্ত সকল ফাজিল ও কামিল মাদরাসায় প্রদর্শন করতে হবে। পোস্টারটি ৩৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ২৪ ইঞ্চি প্রস্থের হবে এবং ডিপ মেরুন, গ্রিন, গোল্ডেন ইয়েলো, ইয়েলো, অফ-হোয়াইট ও হোয়াইট কালারের সংমিশ্রণে তৈরি। পোস্টারের চারপাশে অর্ধ ইঞ্চি গোল্ডেন রঙের ফ্রেম থাকবে। ‘তুমি আলেম হও’ লোগোতে কুরআন ও হাদিসের আইকন সংযোজন করা হয়েছে ইলমের মূল উৎস হিসেবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিটি মাদরাসাকে পোস্টারের সাইজ, ডিজাইন ও রং অপরিবর্তিত রেখে কেবল প্রতিষ্ঠানের নিজস্ব নাম ও লোগো সংযোজন করে তা প্রিন্ট করতে হবে। পোস্টারটি স্টিকার প্রিন্ট করে পিভিসি বোর্ডে লাগিয়ে গোল্ডেন ফ্রেমে বাঁধাই করতে হবে এবং ক্লাসরুম ও অন্যান্য দর্শনীয় স্থানে ১৫ জানুয়ারির মধ্যে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্টারটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের http://iau.edu.bd/tah লিংক থেকে সংগ্রহ করা যাবে। কর্মসূচির বিস্তারিত কার্যক্রম ও শিক্ষার্থী অন্তর্ভুক্তির বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ বলেন, যুগের চাহিদা অনুযায়ী মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান আর সমৃদ্ধ করে তুলতে প্রয়োজনীয় সহায়তা পাবেন। iau.edu.bd

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ