বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :

 শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর দক্ষিণখান এলাকায় অবস্থিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আগামী ১২ জানুয়ারি ২০২৬, সোমবার খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বাদ যোহর শুরু হবে। স্থান নির্ধারণ করা হয়েছে কাওলা নামাপাড়া, দক্ষিণখান, ঢাকা।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুহিউস সুন্নাহ, শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান—সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং মুহতামিম, জামিআ মাদানিয়া যাত্রাবাড়ি, ঢাকা।

বিশেষ মেহমান হিসেবে অংশ নেবেন আল্লামা হানিফ জালন্ধরী—মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান।

এছাড়া আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে থাকবেন—

আল্লামা মুহাম্মদ মামুনুল হক, শাইখুল হাদিস, জামিআ রাহমানিয়া আজিজিয়া, ঢাকা

এবং মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক, মুহতামিম, জামিয়া তা’লীমিয়া, ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ—প্রতিষ্ঠাতা মহাপরিচালক, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা এবং প্রধান মুফতি, দারুল উলুম নিউ ইয়র্ক।

আয়োজকরা জানান, কুরআন ও হাদিসের খেদমতে নিবেদিত এই আয়োজনটি ধর্মপ্রাণ মুসল্লি এবং আলেম-উলামাদের এক বৃহৎ মিলনমেলায় পরিণত হবে। দেশ-বিদেশের খ্যাতিমান আলেমদের উপস্থিতিতে খতমে বুখারী শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

এন্তেজামিয়া কমিটির পক্ষে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছেন

হাজী রেজাউল করীম,চেয়ারম্যান, এন.আর.এন গ্রুপ।

যোগাযোগ:

০১৮৩৪-৯৮২২১২, ০১৮৬৭-৯৯০০০০

যাতায়াত নির্দেশনা:

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর (৩য় টার্মিনাল) থেকে প্রায় ২ কিলোমিটার পূর্বে—কাওলা নামাপাড়া, দক্ষিণখান।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ