জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলমান আন্তর্জাতিক ইসলামি বইমেলায় শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্যও থাকছে ভিন্নমাত্রার আয়োজন। শিশুদের বই, সিরিজ, ফ্ল্যাশকার্ড ও বিজ্ঞান বাক্স - এসবের সাথে রয়েছে আনন্দমুখর কিডস প্লে জোন। ফলে বই পড়ার পাশাপাশি বাচ্চারা পাচ্ছে খেলাধুলার পরিবেশও।
কোন কোন প্রকাশনা শিশুদের জন্য কী আনছে?
সুকুন পাবলিশিং: তাদের স্টলে পাওয়া যাচ্ছে শিশুদের জন্য ৩টি সিরিজ বই ও ১টি ফ্ল্যাশকার্ড সেট।
সিরিজ: আদব-আখলাক নিয়ে গল্প, মসজিদ নিয়ে গল্প, আল্লাহর ১২ নাম গল্প আকারে।
ফ্ল্যাশকার্ড: ২৪টি কার্ড, সিরাত সম্পর্কিত।
উদ্দেশ্য: ছোটদের শৈশব থেকেই নবীজী (সা.) ও মসজিদের ধারণা দেয়া।
নাশাত পাবলিকেশন: শিশুদের জন্য ১টি সিরিজ ও ২৪টি বই।
উদ্দেশ্য: শিশুরা যেন ইসলামি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয় এবং ভ্রান্ত সাহিত্য থেকে দূরে থাকে।
টুন টুন পাবলিকেশন: ৪ লেভেলের বাংলা ও ইংরেজি ভার্সন সিরিজ।
বাংলা সংস্করণে সহানুভূতি সিরিজ ও ৩টি আলাদা বই।
উদ্দেশ্য: বাজারের প্রচলিত বইয়ের পরিবর্তে শিশুদের ইসলামি বইয়ের প্রতি টান তৈরি করা।
ক্রেতারা বলছেন, বইগুলোর মান ভালো হলেও দাম কিছুটা বেশি। বিক্রেতাদের দাবি, ‘আমাদের কোয়ালিটিই এমন।’
আতফাল: বাংলা সিরিজ: ৫টি, ইংরেজি সিরিজ: ৪টি, বিজ্ঞানীদের নিয়ে বিশেষ সিরিজসহ আরও অনেক বই।
উদ্দেশ্য: শিশুরা ছোট থেকে ইসলামের শিক্ষায় বেড়ে উঠুক।
ক্রেতারা জানান, বাজারে ইসলামী শিশুতোষ বই না থাকায় তারা অনেক সময় ভিন্নধর্মী বই কিনতে বাধ্য হন, কিন্তু আতফালের বইগুলো সেই শূন্যতা পূরণ করছে।
ফিউচার উম্মাহ বিডি: ৫টি সিরিজ ও প্রায় ৩০টি বই।
উদ্দেশ্য: ইসলামের জ্ঞানসম্পন্ন শক্তিশালী এক প্রজন্ম গড়ে তোলা।
ক্রেতাদের মতে, সিরিজ আকারে প্রকাশিত বইগুলো তাদের কাছে বিশেষভাবে প্রিয়।
বিজ্ঞান বাক্স: মোট ১৭টি বিজ্ঞান বাক্স, যেমন: আলোর ঝলক, চুম্বকের চমক, তড়িৎ তাণ্ডব ইত্যাদি।
উদ্দেশ্য: শিশুদের বই পড়ার পাশাপাশি হাতে-কলমে শেখা ও জিনিস বানানোর আগ্রহ বাড়ানো।
ক্রেতাদের মতে, আইটেমগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে।
লিটল উম্মাহ:
৯টি সিরিজ ও ২টি বই।
উদ্দেশ্য: শিশুদের ইসলামমুখী করে তোলা।
ক্রেতাদের প্রতিক্রিয়া: বইগুলো দেখে তারা সন্তুষ্ট ও ক্রয়ে আগ্রহী।
শিশু কানন: ৫টি সিরিজ ও প্রায় ২০০টি বই।
উদ্দেশ্য: শিশুদের পড়াশোনার মাধ্যমে ইসলামী জ্ঞান অর্জনে সহায়তা করা।
ক্রেতাদের মতে, তাদের বইগুলো শিশুদের জন্য শিক্ষণীয় ও মানসম্মত।
শিশুদের প্লে-জোন: শুধু বই ও সিরিজেই সীমাবদ্ধ নয় - মেলায় আছে শিশুদের জন্য আলাদা কিডস প্লে-জোন। সেখানে শিশুরা আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছে, খেলছে একে অপরের সঙ্গে, যেন অনেক আগের পরিচিত বন্ধুত্বের আবহ।
এনএইচ/