যারা দেশ-বিদেশ থেকে ভাষা সাহিত্য ও সাংবাদিকতা কোর্সে অংশ নিতে চান তাদের সামনে বড় সুযোগ এনে দিয়েছে অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম ও বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম। প্রতিশ্রুতিশীল আলেম, সাংবাদিক ও লেখক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শুরু হচ্ছে ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা কোর্স’ (১২তম ব্যাচ)।
এই কোর্সে দেশ-বিদেশ থেকে ঘরে বসেই জুম লাইভ ক্লাসে অংশ নিতে পারবেন নিবন্ধিত শিক্ষার্থীরা। কোর্স শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হবে।
♦️ কোর্সের মেয়াদ: দুই মাস।
♦️ মোট ক্লাস: ১৬টি। (প্রতি বুধবার ও শুক্রবার।
♦️ ক্লাসের সময়: রাত ৯টা-১০টা।
♦️ ক্লাস শুরু: ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার।
♦️ ভর্তির শেষ সময়: ৯ অক্টোবর ২০২৫
♦️ কোর্স ফি: ১০০০ টাকা মাত্র।
♦️ প্রশিক্ষণের বিষয় ♦️
কী লিখবো কেন লিখবো,
লেখালেখির প্রস্তুতি,
রোজনামচা,
ব্যবহারিক বানান,
প্রবন্ধ-নিবন্ধ, ছড়া,
গল্প-উপন্যাস,
ফিচার, অনুবাদ,
প্রুফ-সম্পাদনা,
আবৃত্তি-উচ্চারণ,
সংবাদপত্র-সাংবাদিকতা,
অনলাইন সাংবাদিকতা,
সাক্ষাৎকার।
♦️
আগ্রহীরা ০১৯০২-৮৯১৯৯৬ (নগদ ও বিকাশ) নম্বরে ভর্তি ফি পাঠিয়ে গুগল ফরমটি পূরণ করে ভর্তি নিশ্চিত করুন।
ঠিকানা: ৪র্থ তলা, ৫/১, চৌধুরী পাড়া (হাজীপাড়া) ডি.আই.টি. রোড, রামপুরা ঢাকা-১২১৯; মোবাইল: ০১৭১৯-০২৬৯৮।
প্রসঙ্গত, আওয়ার ইসলাম ও ইসলামি লেখক ফোরামের যৌথ আয়োজনে দীর্ঘদিন ধরেই ভাষা সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের আয়োজন করা হচ্ছে। রাজধানীর চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন মাদরাসায় সরাসরি অংশগ্রহণে প্রতি দুই মাস পরপর এই কোর্সের আয়োজন করা হয়। এবারই প্রথমবারের অনলাইনেও কোর্সটি শুরু হচ্ছে। এতে দেশের নানা প্রান্ত এমনকি বিদেশ থেকেও কোর্সটিতে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
এনএইচ/