সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

ভোলায় আব্দুল জব্বার কলেজ ছাত্র শিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি আব্দুল জব্বার কলেজ শাখা শুরু করেছে এক মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম। “একটি গাছও লাগাবো, প্রতিটি মানুষের হাতে, যেন সবুজ দেশের সুস্থ বাতাস পৌঁছায় সবার প্রাণে”—এই স্লোগানকে ধারণ করে কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৯জুন) সকাল দশটায় ভোলার বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ প্রাঙ্গণে মোঃ শামীম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উদ্যোগকে কলেজের অধ্যক্ষ হিসেবে (ছাত্র শিবিরকে) অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 

কলেজ পরিবারের পক্ষ থেকেও জানাচ্ছি সাধুবাদ ও অভিনন্দন। এটাই বৃক্ষ রোপণের উপযুক্ত সময়। বিভিন্ন রকমের গাছের চারা দেখে সত্যিই আমরা মুগ্ধ হয়েছি। 

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী বিরাজ করবে।

তিনি আরও বলেন, এটি শুধু সরকারের বা পরিবেশবাদী সংগঠনের কাজ নয় বরং সমাজের প্রতিটি স্তরের সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও মানুষকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছগুলোর যত্ন নিতে হবে।

১-লা জুন থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশে মাসব্যাপী এই বৃক্ষ রোপণ ও বিতরণের অংশ হিসেবে আজ কলেজের বিভিন্ন আঙ্গিনায় হরেক রকমের গাছ লাগানো হয়। পরে তারা প্রায় একশো সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলমূল সহ গাছের চারা বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন, মোস্তফা কামাল, রফিকুল ইসলাম, সঞ্জিপ কুমার সরকার, নীল কমল, আমিনুল এহসান, ইয়াদ হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। 

এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্র শিবিরের পৌরসভা সভাপতি মঈন বিন সাইফুল্লাহ, কলেজ সেক্রেটারী সিয়াম, অফিস সম্পাদক রেদওয়ান সিকদার, অর্থ সম্পাদক মেহেদি হাসানসহ অন্যান্য দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ