কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের পরীক্ষায় অংশ নিয়ে যারা আশানুরূপ ফলাফল পাননি তাদের অনেকেই পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এসব আবেদন যাচাই-বাছাই করছে বেফাক কর্তৃপক্ষ। যারা আবেদন করেছেন তারা অপেক্ষা করছেন ফলাফল পাওয়ার। এই ফলাফল কবে দেওয়া হবে সে সম্পর্কে বেফাক থেকে এখনো কিছু জানানো হয়নি।
তবে বেফাকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চলতি জিলকদ মাসের মধ্যেই ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ হতে পারে।
আজ জিলকদ মাসের ১৩ তারিখ। সে হিসেবে আগামী দুই সপ্তাহের মধ্যেই এই ফলাফল প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২৭ মার্চ।
শাওয়াল মাসজুড়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের সুযোগ ছিল। যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পাননি, তারা নির্ধারিত সময়ে আবেদন করেছেন। বর্তমানে তারা অপেক্ষা করছেন পুনঃনিরীক্ষণের ফলাফলের জন্য।
এমএইচ/