শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’

রাজধানীর জামিয়া ইসলামিয়া ইসলামবাগে ভর্তির সুযোগ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুরান ঢাকার ঐতিহ্যবাহী কওমী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইসলামবাগে আগামী ৮ই শাওয়াল মোতাবেক ৭ই এপ্রিল রোজ সোমবার হতে ভর্তি কার্যক্রম শুরু হবে। কোটা থাকা সাপেক্ষে নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ বিভাগ, কিতাব বিভাগ ও ইফতা বিভাগে মেধাবী, পরিশ্রমী, উদ্যমী ও অধ্যয়ন মনস্ক ছাত্রদের ভর্তি করা হবে। 

জামিয়ার মুহতামিম মাওলানা আবদুল কাইয়ুম ইসলামবাগী সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমাদের জামিয়া আগামী ৮ই শাওয়াল খোলা হবে ও ১৭ই শাওয়াল বুধবার সম্মিলিত ইফতিতাহ সম্পন্ন করার পর ১৮ ই শাওয়াল বৃহস্পতিবার থেকে যথারীতি সবক চলবে।' সম্প্রতি জামিয়ার একাধিক দায়িত্বশীল ওস্তাদ নিজেদের ফেসবুকে জামিয়ায় ভর্তি সম্পর্কিত তথ্যের নিম্নোক্ত নোটিশ শেয়ার করেছেন।

ভর্তির নোটিশ

এতদ্দ্বারা জামিয়া ইসলামিয়া ইসলামবাগে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ই শাওয়াল মোতাবেক ০৭ এপ্রিল রোজ সোমবার সকাল ১০টা থেকে জামিয়ার সকল বিভাগে ভর্তি কার্যক্রম যথারীতি শুরু হবে ইনশাআল্লাহ। 

> জামিয়ার শিক্ষকদের মিটিং সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।
> ৩ দিনের মধ্যে হিফজ বিভাগের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা 
> ৭ দিনের মধ্যে কিতাব বিভাগের ভর্তি সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 
> ইফতা বিভাগের ১ম পর্বের লিখিত ও মৌখিক পরীক্ষা ৮ই শাওয়াল সোমবার সকাল ১০টায় ও ২য় পর্বের লিখিত ও মৌখিক পরীক্ষা ১০ই শাওয়াল বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। 
ইফতা বিভাগে ভর্তিচ্ছু ছাত্রদেরকে ইফতার মুশরিফ মুফতি মুশফিকুর রহমান দা. বা.-এর সাথে (01969104873) যোগাযোগ করতে বলা হচ্ছে।
> ১১ই শাওয়াল বৃহস্পতিবার বাদ মাগরিব হিফজ বিভাগের দরস শুরু হবে। 
> ১৬ই শাওয়াল মঙ্গলবার বাদ মাগরিব কিতাব বিভাগের সিট বণ্টন করা হবে।  
> ১৭ই শাওয়াল বুধবার কানুন শোনানো ও জামিয়ার সম্মিলিত ইফতিতাহ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ!
অতএব, জামিয়া ইসলামিয়া ইসলামবাগে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রদেরকে যথাসময়ে জামিয়ায় উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হলো।

আদেশক্রমে,
মাওলানা আবদুল কাইয়ুম কাসেমী 
মুহতামিম, জামিয়া ইসলামিয়া ইসলামবাগ,
৫৫ ইসলামবাগ, পোস্তা, চকবাজার, ঢাকা-১২১১।

এসএকে/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ