রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী কুমিল্লায় হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা ভিন্নমত থাকতে পারে, সবকিছু মিলেই গণতান্ত্রিক সমাজ : রিজভী বাংলাদেশি হাইকমিশনে হামলার হুমকি নিয়ে যা বলল ভারত  আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: হাদির ভাই ‘আরবি কেবল ভাষা নয়, সমৃদ্ধ সভ্যতার বাহক’ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন ইবনে শাইখুল হাদিস

আল আজহারের কুরআন অনুষদ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে ডিগ্রি নিলেন মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কুরআনুল কারিম অনুষদ থেকে ডিগ্রি অর্জন করলেন বাংলাদেশের শিক্ষার্থী মাসউদ আব্দুল্লাহ আল আজহারী। এই অনুষদ থেকে তিনিই ডিগ্রি অর্জন করা প্রথম কোনো বাংলাদেশি শিক্ষার্থী।

সম্প্রতি ঘোষিত ফলাফলে এই কৃতিত্ব অর্জন করেন মাসউদ আব্দুল্লাহ। ২০১৫ সালের শেষের দিকে উচ্চ শিক্ষা লাভে মিসরে যান এই শিক্ষার্থী।
মাসউদ আব্দুল্লাহ বলেন, আল্লাহর কাছে শুকরিয়া অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পবিত্র কুরআন অধ্যায়নের একটি বিশেষ স্তর শেষ করার সুযোগ পেয়েছি। সেটা যখন ইসলামি শিক্ষার সর্ব প্রাচীন ও অদ্বিতীয় প্রতিষ্ঠানসমূহের অন্যতম আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে তখন অনুভূতি আসলেই অন্যরকম। বিশ্বে সবচেয়ে ব্যাপক ও দীর্ঘ সময় ধরে পবিত্র কুরআন পাঠদানের অন্যতম এক প্রতিষ্ঠান হলো আল-আজহার বিশ্ববিদ্যালয়। 

মাসউদ আব্দুল্লাহ এর আগে এই বিশ্ববিদ্যালয় থেকে মাহাদুল কিরাত (কিরাত ইনস্টিটিউট) ও পবিত্র কুরআনুল কারিম অনুষদ থেকে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করছেন। ২০১৫ শেষের দিকে উচ্চতর শিক্ষা ইলমুল ক্বেরাত গ্রহণের জন্য বিশ্বের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান মিসরের জামিউল আজহারে পাড়ি জমান মাসউদ। সেখানে দুই বছরে মাহাদুল কেরাত ( qirat institute) থেকে ইলমুত তাজওয়িদের ওপর কৃতিত্ব অর্জন করে ফ্যাকাল্টি অফ হলি কুরআনে (কুরআন অনুষদ) ভর্তি হন।

পরবর্তী সময়ে দুই স্তরে যথাক্রমে পবিত্র কুরআনের বিশুদ্ধরূপে তেলাওয়াতের পদ্ধতি 'ইলমুত তাজবিদ' ও 'উচ্চতর উলুমুল কেরাত' শেষ করেছেন। ২০২৩ সালে আল আজহার ইউনিভার্সিটির ফ‍্যাকাল্টি অফ হলি কুরআন (কুরআন অনুষদ) থেকে অনার্স সম্পন্ন করেন।

জানা গেছে, ২০২৩ সালের জুলাই থেকে মাসউদ আব্দুল্লাহ সংযুক্ত ইউনাইটেড আরব আমিরাতে সরকারিভাবে মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি জামিয়া কাসিমিয়া শারজাহতে ইলমুল কেরাত নিয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

পটুয়াখালীর সন্তান মাসউদ আব্দুল্লাহ এর আগে রাজধানীর  মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া থেকে দাওরা হাদিস, মিরপুরের মারকাজুল উলুম আল-ইসলামিয়া থেকে ইফতা সম্পন্ন করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ