আগামিকাল (১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার) থেকে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে সারাদেশে শুরু হচ্ছে কওমি মাদরাসার সর্বোচ্চ জামাত দাওরায়ে হাদিস (মাস্টার্স) এর পরীক্ষা। সারাদেশে অভিন্ন প্রশ্রপত্রে পরীক্ষা হবে। গতকাল আল-হাইআ তাদের ভেরিভাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পোস্টে আরও বলা হয়েছে, এ বছর সর্বমোট পরীক্ষা কেন্দ্র ৩১৭টি। মোট পরীক্ষার্থী ৩২,৭১৪। এর মধ্যে ছাত্র ১৭,৭৪৩ জন। ছাত্রী ১৪,৯৭৩ জন। পরীক্ষা চলবে মোট ১২দিন। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি সোমবার। পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রতিদিন পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে ১২ : ৩০টা অবধি চলবে। তবে ১৪ ও ২১ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় পরীক্ষা বন্ধ থাকবে।
১৩ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১২ দিন যথাক্রমে বুখারী ২য়, তিরমিযী ১ম, বুখারী ১ম, মুসলিম ১ম, আবু দাঊদ, মুসলিম ২য়, নাসায়ী ও ইবনে মাজাহ, তিরমিযী ২য় ও শামায়েল, ত্বহাবী ও মুওয়াত্তানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিগত বছরের ন্যায় এ বছরও প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার কিছুসময় পূর্বে কেন্দ্রীয় পরীক্ষা পর্যবেক্ষণ কমিটির তত্ত্বাবধানে সারাদেশের সকল কেন্দ্রে অনলাইনে প্রশ্নপত্র প্রেরণের পরপরই প্রশ্ন প্রিন্ট করে পরীক্ষার্থীদের হাতে দেয়া হবে। প্রযুক্তির এরূপ ব্যবহার সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে।
পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দেশবাসী সকলের নিকট বিশেষভাবে দু‘আর আবেদন করেছেন।
এমএইচ/
                              
                          
                              
                          
                        
                              
                          