সোমবার (২৭ জানুয়ারী) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে বিশ্ববিদ্যালয় দাওয়াহ সোসাইটির উদ্যোগে আয়োজিত অর্থসহ কুরআন বিতরণ অনুষ্ঠান-২০২৫ এই উপহার প্রদান করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়াহ সোসাইটির সভাপতি মু. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের আল কুরআন একাডেমির চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. গোলাম মওলা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, আল কুরআন পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এমন আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই৷ কুরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ না, এটি সমগ্র মানবজাতির জন্য হেদায়েত স্বরূপ। এই কুরআন নিয়ে ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের শেষ নেই৷ আমাদের সবসময় কুরআনের শত্রুদের ব্যাপারে সচেতন থাকতে হবে। পাশাপাশি মহান আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের জন্য কুরআন নাজিল করেছেন তা বাস্তবায়ন করতে হবে। কুরআন বুজতে হবে এবং আমাদের দৈনন্দিন জীবনে কুরআনের শিক্ষার বাস্তবায়ন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, কোরআন নাজিল হয়েছে মানুষের বোঝার জন্য। যদি মানুষ বুঝতে না পারে তাহলে হেদায়াত প্রাপ্ত হবে না। কুরআন মজিদ মানবজাতির জন্য হেদায়েতস্বরূপ, এটি আমাদের পথ দেখাবে। কুরআন নাজিল হয়েছে 'পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন' এই আয়াত দিয়ে। কুরআন মজীদের শব্দসম্ভার এমনভাবে করা হয়েছে যেন সবাই বুঝতে পারে। প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দার মধ্যে কুরআন মাজীদ নাযিল করেছেন এবং এখানে কোন বক্রতা নেই। কোরআন বোঝা ছাড়া মুত্তাকী হওয়া যাবে না কারণ বোঝার জন্য যা নাযিল হয়েছে তা না বুঝলে সত্যিকার অর্থে মুত্তাকি হওয়া যাবে না। দাওয়াহ সোসাইটিকে এধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।
আরএইচ/
                              
                          
                              
                          
                        
                              
                          