রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী

দেশ-জাতির কল্যাণে ‘মাদকতার কুফল ও প্রতিকার’ শীর্ষক সেমিনার আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশ-জাতির কল্যাণে  ‘মাদকতার কুফল ও প্রতিকার’ শীর্ষক সেমিনার আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজধানীর সেগুনবাগিচায় (তোপখানা রোড ৮/৪) অবস্থিত ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে এ সেমিনারটি মাদানী মজলিস বাংলাদেশ ব্যবস্থাপনায় বেলা ১১টায় শুরু হবে। চলবে দুপুর ১টা পর্যন্ত।

সেমিনারে সভাপতিত্ব করবেন দেশের বিশিষ্ট আলেম জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকার নায়েবে মুহতামিম আল্লামা মুফতী হাফীজুদ্দীন। আলোচনা করবেন দেশের গবেষক আলেমগণ।

জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসাবে থাকেবেন মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) খোন্দকার মোস্তাফিজুর রহমান-এনডিসি। বিশেষ অতিথি হিসোবে থাকবেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক জনাব কর্ণেল মোস্তফা কামাল, আন্তর্জাতিক আলোচক, আওলাদে রাসুল সাইয়েদ আফফান মানসুরপুরী, ভারত।

সেমিনারে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। সেমিনারের প্রধান আলোচনা রাখবেন মজলিস বাংলাদেশ’র চেয়ারম্যান শায়খ মুফতি হাফীজুদ্দীন। 

সেমিনারে আরও আমন্ত্রিত শায়খুল হাদীস মাওলানা আব্দুল গাফ্ফার (ভাইস প্রিন্সিপাল, জামিয়াতুল  উলূমিল ইসলামিয়া, ঢাকা), মাওলানা আব্দুর রাজ্জাক নদভী (গবেষক, শিক্ষাবীদ, আলেম), শায়খ মুসা আল হাফিজ (বিশিষ্ট লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তক),  জনাব ফারুক তালুকদার সোহেল (বিশিষ্ট শিল্পপতি), কমান্ডার মাহবুবর রহমান (অব. নেভি), জনাব মিজানুর রহমান (কমিশনার, ইনকাম টেক্স), মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী মোহন,  জনাব ক্যাপ্টেন (অব.)  এস. এম. হেলাল, জনাব মশিউর রহমান (বিশিষ্ট সাংবাদিক), জনাব গোলাম দস্তগীর বাবু (বিশিষ্ট শিল্পপতি) প্রমুখ।

সেমিনারে উপস্থিত হতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ