রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

নতুন শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক নিরীক্ষণ করবে খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক নিরীক্ষণের জন্য ৫ সদস্যবিশিষ্ট পাঠ্যপুস্তক নিরীক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কতৃক ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত প্রণীত সকল পাঠ্যপুস্তক নিরীক্ষণের মাধ্যমে এসব পাঠ্যপুস্তকে কোন অসঙ্গতি, ইসলামবিরোধী, দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোন আধেয় আছে কিনা তার উপর বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ শনিবার (০৪ জানুয়ারি ২০২৫) সকাল ১০ টায় রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার (কার্যনির্বাহী কমিটি) মাসিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা হাজী ফারুক আহমদ, ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল-হাদী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, জনাব রোকনুজ্জামান রোকন, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সুলতান মহিউদ্দিন,  মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা কামরুল ইসলাম, জনাব আবুল হাসান শাহজাহান, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি ইলিয়াস মাদারীপুরী, জনাব আতিকুল ইসলাম, মুফতী শিহাব উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মাওলানা মাহমুদুল হাসান শরিয়তপুরী, হাফেজ আবুল কাশেম, হাফেজ অলিউল্লাহ, মুফতি আখতারুজ্জামান আশরাফী,  মুফতি আবুল হাসান কাসেমী, মুফতি আল আমিন প্রমুখ ।

পাঠ্যপুস্তক নিরীক্ষণ কমিটিতে রয়েছেন মাওলানা এহতেশামুল হক উজানী, মাওলানা খন্দকার মুশতাক আহমাদ, মোফাচ্ছির হোসাইন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো: শাহীনুর আলম আকন্দ প্রমূখ। কমিটি প্রয়োজনে যে কারও সহায়তা নিতে পারবে বলে অনুমোদন দেয়া হয়।

বৈঠকে জানুয়ারি মাসে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, উত্তরবঙ্গের পাঁচটি জেলায় সাংগঠনিক সফর, রাষ্ট্র সংস্কারে খেলাফত আন্দোলনের প্রস্তাবনার উপর আলোচনা সভা আয়োজন ইত্যাদিসহ জাতীয় ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ