বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মনোনয়ন না পেয়ে এবি পার্টিতে যোগ দিলেন জমিয়ত একাংশের নেতা বিজয় দিবসে খুলনা নগরীতে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালি ও সমাবেশ বিজয় দিবসে বিভিন্ন উপজেলায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও র‍্যালি শান্তিতে নোবেল: মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে: জামায়াত আমির শীতে গাজায় নবজাতকের মৃত্যু, ত্রাণ বাধায় মানবিক সংকট আরও গভীর শীতে এক কাপ তুলসি চা আপনার যেসব উপকার করবে একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি, তবে তা অর্থবহ হয়নি: চরমোনাই পীর ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশর এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত 

হাদির গুলিবিদ্ধের ঘটনায় যা জানাল পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তার ওপর গুলি চালানো হয়।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “হাদির মতো আমাদের জীবনও ঝুঁকিতে। আমাদেরকেও হত্যা করা হতে পারে। তবু আমরা লড়াই চালিয়ে যাব।”

এদিকে এক ফেসবুক পোস্টে ডাকসু ভিপি সাদিক কায়েম প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ওসমান হাদিকে গুলি করা হয়েছে। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের দখল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে শিগগিরই আন্দোলন শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকতে হবে।”

ডিএমপি মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, তারা ঘটনাটি সম্পর্কে তথ্য পেয়েছেন এবং বিষয়টি যাচাই করতে একটি টিম পাঠানো হয়েছে। টিম নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।

এর আগেও হাদি হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। গত নভেম্বর মাসে দেশি-বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি, বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং তার মা, বোন ও স্ত্রীকে নির্যাতনের আশঙ্কা প্রকাশ করেছিলেন। ১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, “গত তিন ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও বার্তা এসেছে। আমাকে নজরদারিতে রাখা হচ্ছে, বাড়িতে আগুন দেবে, আমার পরিবারকে নির্যাতন করবে এবং শেষ পর্যন্ত আমাকে হত্যা করবে বলে হুমকি দেওয়া হয়েছে।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ