বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজানে ৫১টি দেশে ১২ লাখ মানুষ বিনামূল্যে ইফতার পাবেন ঢাকা-৫ আসনে রাতভর হাতপাখার ব্যানার সাঁটানোর কর্মসূচি ফেনীতে ইমাম সম্মেলন, গণভোটের প্রচারে ইমামদের সহযোগিতা কামনা  লন্ডনে গোলটেবিল আলোচনা, ধানের শীষ ও খেজুর গাছের বিজয় নিশ্চিতের আহ্বান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুতুবদিয়ায় যৌথ মহড়া হাতপাখার প্রার্থীর মেয়ের ওপর দাঁড়িপাল্লার কর্মীদের হামলা, কঠোর ব্যবস্থার দাবি দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম মুফতি গোলাম রহমান আর নেই মুফতি মুবারকুল্লাহকে দেখতে হাসপাতালে আল-হাইয়ার প্রতিনিধি দল সাক্ষী ছাড়া কবুল বললে কি বিয়ে হয়ে যায়? কুরআন শিক্ষা বোর্ডের দাওরাকে স্বীকৃতি প্রদানের সুযোগ নেই: আল-হাইআতুল উলয়া

বাউল সমর্থকদের পরিণতি হবে হাসিনার মতো: পীর সাহেব মধুপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর বলেছেন, যারা ভ্রান্ত বাউলদের সমর্থন করবে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলামের ৫ দফা দাবিতে আয়োজিত 'শানে তাওহীদ মহাসম্মেলনে' প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউলদের ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধ না করলে ৬৪ জেলায় একযোগে আন্দোলন ও সমাবেশ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

লালন দিবস প্রসঙ্গে তিনি বলেন, ‘১৭ অক্টোবর ড. ইউনুস সরকার ঘোষিত লালন তিরোধান দিবস বাতিল করতে হবে। দেশে এখন লালনের মূর্তি তৈরি করা হয়েছে, তার পূজা করা হচ্ছে।’

হুঁশিয়ারি দিয়ে এই হেফাজত নেতা বলেন, ‘বাউলদের করা মামলায় আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে।’

সমাবেশে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, ‘ইসলামবিদ্বেষী বাউলদের সঙ্গে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। বাউলদের ইসলামের নামে কোনো কিছু আয়োজন করার অধিকার নেই। এ ধরনের আয়োজন দেখলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রতিরোধ করতে হবে। প্রশাসন কর্ণপাত না করলে ঈমানদার হিসেবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর মানিকগঞ্জে বাউল আবুল সরকারের সমর্থক ও তৌহিদি জনতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সদর থানায় বাউলপক্ষ তৌহিদি জনতার বিরুদ্ধে মামলা করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই প্রেক্ষাপটেই আজকের এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ