বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-৫ আসনে রাতভর হাতপাখার ব্যানার সাঁটানোর কর্মসূচি ফেনীতে ইমাম সম্মেলন, গণভোটের প্রচারে ইমামদের সহযোগিতা কামনা  লন্ডনে গোলটেবিল আলোচনা, ধানের শীষ ও খেজুর গাছের বিজয় নিশ্চিতের আহ্বান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুতুবদিয়ায় যৌথ মহড়া হাতপাখার প্রার্থীর মেয়ের ওপর দাঁড়িপাল্লার কর্মীদের হামলা, কঠোর ব্যবস্থার দাবি দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম মুফতি গোলাম রহমান আর নেই মুফতি মুবারকুল্লাহকে দেখতে হাসপাতালে আল-হাইয়ার প্রতিনিধি দল সাক্ষী ছাড়া কবুল বললে কি বিয়ে হয়ে যায়? কুরআন শিক্ষা বোর্ডের দাওরাকে স্বীকৃতি প্রদানের সুযোগ নেই: আল-হাইআতুল উলয়া এবারও মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত

টঙ্গীতে জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আশরাফ আলী (৬০), পিতা আব্দুল হাকিম। তাঁর বাড়ি কেন্দুয়া, জামালপুর সদর, জামালপুর। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

শনিবার (২৯ নভেম্বর) জোড় ইজতেমার দ্বিতীয় দিনে আল্লাহর রাস্তায় দাওয়াত, তালিম ও আত্মশুদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই পাঁচ দিনের কর্মসূচিকে ঘিরে দেশজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। ৬৪টি জেলা থেকে প্রায় দুই লাখ পুরোনো সাথী ও সময় লাগানো ওলামায়ে কেরাম ইতোমধ্যেই টঙ্গীতে উপস্থিত হয়েছেন বলে জানান হাবিবুল্লাহ রায়হান।

এ নিয়ে এবারের জোড় ইজতেমায় মোট তিনজন মুসল্লির মৃত্যু হলো। জোড় ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গীর ইজতেমা ময়দানে দেশের বিভিন্ন জেলা থেকে পুরানা সাথীদের ঢল নেমেছে। মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ জোড় ইজতেমা নয়, বরং বিশাল বিশ্ব ইজতেমার আবহে পরিণত হয়েছে।

তিনি বলেন, তাবলিগের কাজের সৌন্দর্য বড় আয়োজন নয়, বরং সবার ইখলাস, খেদমত, নিঃস্বার্থ নিয়ত ও দাওয়াতি ত্যাগ। জোড় ইজতেমা তিন চিল্লার সাথী ও অন্তত এক চিল্লা সময় লাগানো ওলামায়ে কেরামের মিলনমেলা হলেও নতুন–পুরনো সবার জন্য এটি আত্মগঠনের অনন্য সুযোগ। এখানে গত এক বছরের কারগুজারি বড়দের সামনে পেশ করা হয় এবং আগামী বছরের মেহনতের দিকনির্দেশনাও দেওয়া হয়।

এবারের জোড় ইজতেমায় মোট ১৯টি দেশের প্রায় ৭০০ জন বিদেশি মেহমান অংশ নিচ্ছেন। উপস্থিত দেশের মধ্যে রয়েছে,

পাকিস্তান, ভারত, কিরগিজস্তান, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, ইয়েমেন, চীন, সৌদি আরব, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া।

বিদেশি মেহমানদের জন্য বিশেষ ভাষাগত তালীম, নিরাপত্তা ও মৌলিক সেবাসহ সবধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে বলে জানান হাবিবুল্লাহ রায়হান। আধ্যাত্মিক পরিবেশে বর্তমানে ময়দানের প্রতিটি খিত্তায় চলছে বয়ান ও নগদ চিল্লার জামাত বের করার প্রস্তুতি।

আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের পাঁচ দিনের জোড় ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ