বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
হাতপাখার প্রার্থীর মেয়ের ওপর দাঁড়িপাল্লার কর্মীদের হামলা, কঠোর ব্যবস্থার দাবি দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম মুফতি গোলাম রহমান আর নেই মুফতি মুবারকুল্লাহকে দেখতে হাসপাতালে আল-হাইয়ার প্রতিনিধি দল সাক্ষী ছাড়া কবুল বললে কি বিয়ে হয়ে যায়? কুরআন শিক্ষা বোর্ডের দাওরাকে স্বীকৃতি প্রদানের সুযোগ নেই: আল-হাইআতুল উলয়া এবারও মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত ‘কালো পর্দা করা নারীদের ভূতের মতো লাগে’ বলে বেরোবি ছাত্রদল নেতার কটূক্তি ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু বৃহস্পতিবার কিশোরগঞ্জ-১: দুই খেলাফতের লড়াই, পোয়াবারো বিএনপির সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব বাড়ায় কাজের গতি

তুরাগ তীরে চলছে জোড় ইজতেমা, দুই সাথীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর বাংলাদেশের মাওলানা ওমর ফারুকের সাহেবের আম (সার্বিক) বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে শুরায়ে নেজামের আয়োজনে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। এটি আগামী ২ ডিসেম্বর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

বিশ্ব ইজতেমার ৪০ দিন পূর্বে মূলত জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। জোড় ইজতেমায় কেবল তিন চিল্লাধারী বা তদূর্ধ্ব সময় লাগানো দেশ-বিদেশের মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। এবং কমপক্ষে এক চিল্লা লাগানো হযরত ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন।

আজ বিশ্ব ইজতেমা ময়দানে বৃহত্তর জুমার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইজতেমার বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের সাহেব।

এদিকে ইজতেমা ময়দানে জুমার নামাজের সময় আরও এক মুসল্লির মৃত্যুর ঘটনা ঘটেছে। মারা যাওয়া মুসল্লির নাম চাঁন মিয়া (৬০)। তাঁর পিতা মৃত মজিবুর রহমান। স্থায়ী ঠিকানা— বগারপাড়, সরিষাবাড়ী, জামালপুর। চাকরির সুবাদে তিনি নারায়ণগঞ্জের রঘুনাথপুর এলাকায় ভাড়া থাকতেন।

জানা যায়, জুমার নামাজের সময় তিনি স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে সাথীরা তাকে ইজতেমা মাঠ সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

এর আগে গতকাল রাত ৪টা ৩০ মিনিটে এক মুসল্লির ইন্তেকালের ঘটনা ঘটে। ইন্তেকালকারী হলেন মো. নুর আলম (৮০), পিতা সুলতান আহমাদ, গ্রাম আন্ডার চর কাজীর তালুক, উপজেলা নোয়াখালী সদর, জেলা নোয়াখালী।

জোরে এসে মাঠে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে উপস্থিত সাথীরা তাকে প্রাথমিক সেবার পর চিকিৎসাকেন্দ্রে নেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুজনে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ