কুড়িগ্রামের উলিপুরে বাউলশিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর শহরের মসজিদুল হুদার (বড় মসজিদ) সামনে তৌহিদি মুসলিম জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষক মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বালাচর ফাজিল মাদরাসার প্রভাষক আব্দুল আউয়াল, উলিপুর বহুমুখী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ইলায়াসুর রহমান, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান, ইসলামী আন্দোলন কর্মী নুর আলম প্রমুখ।
অন্তর্বর্তী সরকারের নিকট দাবি করে বক্তারা বলেন, বাউল আবুল সরকার মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি করেছেন।
সেই আবুল সরকারের দ্রুত সঠিক বিচার ও ফাঁসির রায় কার্যকর চাই। ভবিষ্যতে যারাই ইসলামকে নিয়ে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে উপজেলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
এলএইস/