সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৭


জাতীয় স্কেলে ইমামদের বেতন দেওয়ার অনুরোধ ধর্ম উপদেষ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমাম-খতিবদের জাতীয় বেতন স্কেলের আওতায় এনে বেতন-ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

রোববার (২৩ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের আয়োজিত ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা জানান, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে, যার মধ্যে মাত্র ছয়টি সরকারি। বাকি মসজিদগুলো কমিউনিটি পরিচালিত হওয়ায় অনেক ক্ষেত্রে ইমাম-খতিবরা ন্যায্য বেতন-ভাতা পান না। তবে কিছু বেসরকারি মসজিদ কমিটি সম্মানজনক বেতন ও অবসরে প্রণোদনাও প্রদান করে; তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-খতিবদের অসম্মান করলে সমাজও ক্ষতিগ্রস্ত হয়। তাই তাদের স্বার্থ রক্ষায় মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করে চূড়ান্ত পর্যায়ে নেওয়া হয়েছে। শিগগিরই গেজেট প্রকাশ হবে।

ড. খালিদ আরও জানান, সরকার নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জন্য বর্তমানে যে নীতিমালা রয়েছে, তাতে ইমাম-খতিব ও খাদেমের বেতন অপ্রতুল। তাই বেতন-ভাতা বাড়ানোর মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়ন বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি অসুস্থ, দরিদ্র ও দুঃস্থ ইমাম-খতিবদের সহায়তার আশ্বাস দেন।

ইমাম-খতিবদের উদ্দেশে তিনি বলেন, জুমার খুতবার আগে মাদকাসক্তি, যৌতুক, দুর্নীতি, ঘুষ, ন্যায়-অন্যায়, জীববৈচিত্র্য রক্ষা এবং কিশোর গ্যাংসহ সামাজিক সমস্যা নিয়ে মুসল্লিদের সচেতন করতে হবে। একই সঙ্গে ইমাম-খতিবদের মধ্যে বিভেদ সৃষ্টির বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আব্দুল্লাহ আল মামুন মোস্তফী। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার। উপস্থিত ছিলেন মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকীসহ অন্যান্য অতিথিরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ