পাকিস্তানের অন্যতম শীর্ষ আলেম ও প্রখ্যাত রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি, কায়েদে জমিয়ত মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ সফর শেষে আজ দেশে ফিরে গেছেন।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেন। তিনি পাকিস্তান জমিয়তের সাবেক সভাপতি মুফতি মাহমুদের যোগ্য উত্তরসূরি এবং সমসাময়িক বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব।
দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের একটি বিশিষ্ট কাফেলা বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে বিদায় জানায়। বিদায়ী প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন— জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা ড.'শুয়াইব আহমদ,মাওলানা আব্দুল মালেক চৌধুরী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা শামছুল আরেফিন খান সাদী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, মুফতি তালহা শহিদুল ইসলাম, মাওলানা হামজা শহিদুল ইসলাম, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম প্রমুখ।
এলএইস/