জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা অসুস্থ,দোয়া কামনা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বিজ্ঞ আলেমে দ্বীন হযরত মাওলানা শায়েখ জিয়া উদ্দীন
হঠাৎ অক্সিজেন কমে যাওয়ায় অজ্ঞান হয়ে পড়েন। জরুরী ভিত্তিতে সিলেট শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করছেন। তাঁর এ অসুস্থতায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দেশবাসী, দলীয় কর্মী ও আলেম সমাজের সকলের কাছে বিনীত অনুরোধ করে বলেন— আপনারা দোয়া করুন, মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন শীঘ্রই তাঁকে পূর্ণ সুস্থতা দান করেন, তাঁর জীবনের বারাকাহ বাড়িয়ে দেন এবং দ্বীনের খেদমতে আরও বেশি সময় অবদান রাখার তাওফিক দান করেন।
আরএইচ/