মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭


সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার উদ্যোগে ৩ ইমামের উমরাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার উদ্যোগে সিলেট থেকে ৩ জন ইমাম ও খতিব-কে পবিত্র উমরাহ’র জন্য যাত্রা উপলক্ষে এক দোয়া মাহফিল ১৮ নভেম্বর মঙ্গলবার বাদ জোহর কদমতলী বাসস্ট্যান্ড জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার এর উপদেষ্টা মোঃ জাহেদ ফারুক মিতু, সদস্য জাহেদ আহমদ, মারুফ আহমদ, মনজুর আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, নির্বাচিত ইমামগণ যাথাক্রমে মাওলানা মোঃ আব্দুল আজিজ, মোঃ মকবুল হোসেন, হাফিজ নজিবুর রহমান।

এর আগে সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার এর সভাপতি এস.এম সেরুল এর সভাপতিত্বে সাউথ আফ্রিকাস্থ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক নোমান মাহমুদের পরিচালনা উপস্থিত ছিলেন সহ সভাপতি মসকুল আহমদ বুলবুল, উপদেষ্টা নাজমুল ইসলাম মুন্না, কয়েছ আহমদ, হারুনুর রশিদ প্রমুখ।

দোয়া মাহফিল শেষে ৩ ইমামকে পাসপোর্ট, টিকেট ছাড়াও হাত খরচ বাবদ নগদ ৫০ হাজার টাকা করে দেয়া হয়। সভায় সিলেট জেলার বিভিন্ন মসজিদে একাধারে ২০ বছর ধরে কর্মরত ইমাম ও খতিবদের মধ্যে ৩ জনকে বছাই করা হয়। নির্বাচিত ইমাম ও খতিবগণ হলেন- গোলাপগঞ্জের নিজ ঢাকাদক্ষিণ পশ্চিশপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল আজিজ, দক্ষিণ সুরমার রাখালগঞ্জস্থ দৌলতপুর মোল্লাবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ নজিবুর রহমান, গোলাপগঞ্জের নিমাদল শাহপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মকবুল মকবুল হোসেন।
আগামী ২১ নভেম্বর শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উক্ত ইমামগণ উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদী আরব যাত্রা করবেন। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ