দক্ষিণ এশিয়ার বরেণ্য রাজনীতিবিদ, কায়্যিদে মিল্লাতে ইসলামিয়া, পাকিস্তান জমিয়তের সভাপতি ও সাবেক পাকিস্তানের বিরোধী দলীয় প্রধান ও সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান সিলেট এলে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীর আম্বরখানা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় সহস্রাধিক মোটর সাইকেল ও কয়েক'শ মাইক্রোবাস দিয়ে তাকে শানদার ইস্তেকবাল দেয় সিলেট জেলা উত্তর-দক্ষিণ ও মহানগর জমিয়ত।
ইস্তেকবালে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা ভিন্ন ভাষাভাষী হলেও আদর্শিকভাবে আমরা এক ও অভিন্ন। বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে আমরা একসাথে কাজ করবো।
মাওলানা ফজলুর রহমানের সফরসঙ্গী হিসেবে সিলেট আগমন করেন পাকিস্তান জমিয়তের সাধারণ সম্পাদক ও পাকিস্তানের সাবেক মিনিস্টার মাওলানা আব্দুল গফুর হায়দরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, যুগ্ম মহাসচিব ড. শোয়াইব আহমদ ও ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুত্তাকিম, সহকারী মহাসচিব তালহা শহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, সিলেট মহানগর জমিয়তের সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা নেজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, সিলেট উত্তর জেলা জমিয়তের সভাপতি আতাউর রহমান কোম্পানিগঞ্জী, সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, দক্ষিণ জেলা জমিয়তে সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা আবুল হোসেন চতুলী, মাওলানা সদরুল আমিন, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা সালিম কাসেমী প্রমুখ।
ছাত্র জমিয়ত ও যুব জমিয়ত বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল প্রতিনিধি মূল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএইচ/