পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও দক্ষিণ এশিয়ার প্রখ্যাত আলেম মাওলানা ফজলুর রহমান আগামীকাল, সোমবার ১৭ নভেম্বর, সিলেট আগমন করছেন। তার এ আগমনকে কেন্দ্র করে সিলেট জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শানদার ইস্তেকবালের মাধ্যমে স্বাগত জানানো হবে। এ উপলক্ষে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত, ছাত্র জমিয়তসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিমানবন্দরে হাজারো নেতাকর্মীর সমাবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে। শোভাযাত্রা, সংগঠনের পতাকা, ব্যানার–ফেস্টুন, স্লোগান ও স্বাগত মিছিলে পুরো এলাকা মুখরিত হয়ে উঠবে। নেতৃবৃন্দ জানান, দাওয়াতি অঙ্গনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে মাওলানা ফজলুর রহমানকে বরণ করতে সিলেট সম্পূর্ণ প্রস্তুত।
এ উপলক্ষে আজ রবিবার বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে যুব জমিয়ত সিলেট মহানগরের উদ্যোগে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শানদার ইস্তেকবাল কর্মসূচি সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন। মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল করিম দিলদার এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা আবু সুফিয়ান, ফয়জুল হাসান খান, আব্দুল হাসিব খান,সাংগঠনিক সম্পাদক: মুফতী সিরাজুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক: এম বশির আলী
অর্থ সম্পাদক: এম ফয়সাল আহমদ,সাহিত্য সম্পাদক: হাফিজ জুবায়ের আহমদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মাওলানা ইমাম উদ্দীন,সমাজকল্যাণ সম্পাদক: দিলদার হোসাইন,সহ প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা কামরুজ্জামান
নির্বাহী সদস্য: মাওলানা ফজলুল করিম, মাওলানা ফখরুল ইসলাম ইমরান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সিলেটবাসীর পক্ষ থেকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমকে অভ্যর্থনা জানাতে সবাই ব্যাকুল হয়ে আছেন। তারা আশা প্রকাশ করেন—মাওলানা ফজলুর রহমানের এ সফর দাওয়াতি অঙ্গনে নতুন অগ্রযাত্রা সৃষ্টি করবে।বিজ্ঞপ্তি।
এলএইস/