বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ।। ২৭ কার্তিক ১৪৩২ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলি হামলায় গাজায় ৬ হাজার ফিলিস্তিনির অঙ্গচ্ছেদ, শিশুরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত ‘জাতি একজন প্রবীণ আলেম ও বিজ্ঞ অভিভাবককে হারাল’ পাকিস্তান জমিয়তের আমির মাওলানা ফজলুর রহমান ঢাকায় মাওলানা আজহারীর বই নকল করে বাজারে ছাড়ার বিষয়ে তদন্তের নির্দেশ হজ চুক্তি সই, এবার যেতে পারবেন সাড়ে ৭৮ হাজার জন ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, দেখে নিন ৪ দিনের সফরসূচি যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন তারা পালাবেন কোথায় পলাতক নেতাদের কথায় রাস্তায় নেমে পরিবারকে অনিরাপদ করবেন না: নুর দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে মুফতি সালমান আহমাদের শোক

ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, দেখে নিন ৪ দিনের সফরসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী চার দিনের সফরে ঢাকায় আসছেন। আগামী ১৩ থেকে ১৬ নভেম্বর (বৃহস্পতি-রোব) তিনি ঢাকায় ব্যস্ত সময় কাটাবেন।
সফরসূচি অনুযায়ী তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিকবি মানবন্দরে অবতরণ করবেন এবং বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে রাত যাপন করবেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নাস্তা শেষে তিনি বায়তুল মোকাররমের উদ্দেশে রওয়ানা করবেন। বেলা ১২টায় বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন। বাদ জুমা জামিয়া ইবরাহিমিয়ার ২৯ সালা দস্তারবন্দি সম্মেলনে যোগ দেবেন এবং বয়ান করবেন। বাদ আসার বসুন্ধরার দিকে রওয়ানা করবেন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে নাস্তার পর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দেবেন। এদিন বাদ মাগরিব বসুন্ধরা মারকাজে আলেম-উলামা ও তালিবুল ইলমদের উদ্দেশে ইসলাহি বয়ান করবেন। বাদ ইশা বায়াত করবেন এবং বসুন্ধরায় রাত যাপন করবেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টায় উলামায়ে কেরাম ও মুহিব্বিনদের সঙ্গে বিশেষ মোলাকাত করবেন। বেলা সাড়ে ১২টায় বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা এবং ভারত ফিরে যাবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ