মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার জামিউল উলূম বছরমহল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে অনুপ্রেরণাদায়ী ও শিক্ষণীয় গ্রন্থ “তরুণ প্রজন্মের দিশারী”–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। গতকাল সোমবার (১০ নভেম্বর) রাতে মাদরাসার বার্ষিক মাহফিলে দেশবরেণ্য আলেম ও শিক্ষাবিদদের উপস্থিতিতে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
গ্রন্থটি সংকলন করেছেন জামিউল উলূম বছরমহল মাদরাসার সিনিয়র শিক্ষক, বিদগ্ধ আলেম ও সংগঠক মাওলানা এনামুল হক নোমান। এতে আকাবির ও প্রাচীন মনীষীদের জীবন থেকে চয়নকৃত শিক্ষণীয় ঘটনা ও অভিজ্ঞতার সংকলন রয়েছে, যা তরুণদের নৈতিকতা, চরিত্রগঠন ও আত্মোন্নয়নের পথে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতিব গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ইনাম বিন সিদ্দিক, মাদরাসার শিক্ষাসচিব মাওলানা এমদাদুল হক তালুকদার, রমজানের পরশ রিয়েলিটি শো’র পরিচালক মাওলানা শাহ আনহার ইসলাম, মুফতি আতাউর রহমান, জামেয়া গহরপুর সিলেটের শিক্ষক মাওলানা হিফজুর রহমান হাম্মাদ, জামেয়া শামীমাবাদ সিলেটের শিক্ষক মুফতি আবু সুফিয়ান নাসিম, দারুন নাজাত কওমী মাদরাসার শিক্ষক মাওলানা সাঈদ আশরাফ, রুপসপুর লুৎফিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি আবু তাহের, খেলাফত মজলিস রাজনগর উপজেলা সভাপতি মাওলানা কাউসার আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ এবাদুল হক তালুকদার ও মুফতি হাসান মাহমুদ সিলেটি প্রমুখ।
লেখক মাওলানা এনামুল হক নোমান বলেন, “বর্তমান তরুণ সমাজ নানা বিভ্রান্তি ও মানসিক অস্থিরতার মধ্যে রয়েছে। আকাবিরদের জীবন থেকে নেয়া শিক্ষণীয় গল্পগুলো তাদের আলোর পথে ফিরিয়ে আনতে পারে। সেই উদ্দেশ্যেই বইটি সংকলনের চেষ্টা করেছি।”
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মের দিশারী শুধু একটি বই নয়, এটি চিন্তা ও জীবনের দিকনির্দেশনা। সমাজে মূল্যবোধ ও আদর্শ পুনর্গঠনে এমন গ্রন্থের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষক-শিক্ষার্থীসহ সকলেরই বইটি পাঠ করা উচিত।”
অনুষ্ঠান শেষে লেখক অতিথিদের হাতে অটোগ্রাফসহ বইটি তুলে দেন। উপস্থিত অতিথিরা বইটির ব্যাপক প্রচার, পাঠকপ্রিয়তা ও তরুণ সমাজে ইতিবাচক প্রভাব কামনা করেন।
গ্রন্থটির প্রচ্ছদ অঙ্কন করেছেন প্রচ্ছদ শিল্পী ইনাম বিন সিদ্দিক, মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। বইটির অনলাইন পরিবেশক কাতিব মিডিয়া। চিরন্তন মূল্যবোধ, আত্ম-উন্নয়ন ও ধর্মীয় অনুপ্রেরণায় ভরপুর “তরুণ প্রজন্মের দিশারী” ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
এলএইস/