ঢাকার বাসে ওঠার সময় কুড়িগ্রামের চররাজিবপুর থেকে মজিবুর রহমান নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাত ৯টায় উপজেলার বটতলা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
চর রাজিবপুর থানার ওসি মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মজিবুর রহমান চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
ওসি শরীফুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ঢাকা যাওয়ার উদ্দেশে বাসে ওঠার সময় বটতলা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে থানা নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনএইচ/