জামায়াতে ইসলামী সবসময় ইসলামের শেকড় উৎপাটনের মিশনে লিপ্ত। আমাদের কাছে ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। মওদুদির গোটা জীবন কেটেছে সেই সাহাবায়ে কেরামকে বিতর্কিত করার কাজে। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি স্বীকার না করা হলে এবং তাদেরকে বিতর্কিত করা গেলে কুরআন ও হাদিস বিতর্কিত হয়ে যাবে। জামায়াতে ইসলামী সাহাবায়ে কেরামকে বিতর্কিত করার মাধ্যমে কুরআন ও হাদিসের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে চায়। এজন্যে বিশ্বের শীর্ষ উলামায়ে কেরামের ফতোয়া হলো, জামায়াতে ইসলামীর ইসলাম মদিনার ইসলাম নয়। তারা মওদুদির ইসলামের অনুসারী।
আমিরে হেফাজত মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী আজ শনিবার ৮ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দাওয়াতুল ইহসান বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে’ কথাগুলো বলেছেন। তিনি তার বক্তৃতায় আরো বলেন যে, মওদুদির ফেতনা কাদিয়ানিদের ফেতনা থেকেও ভয়ংকর। কারণ, কাদিয়ানিজম হলো ইসলামের বাইরের ফেতনা। যা সবাই সহজে চিনতে পারে; কিন্তু মওদুদিজম হলো ইসলামের ঘরের ফেতনা। যেই ফেতনার ভয়াবহতা সবাই ধরতে পারে না।
দাওয়াতুল ইহসান বাংলাদেশের সভাপতি ও হেফাজতের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা মাহমুদ হাসান ও মাওলানা ইমরানুল বারী সিরাজীর সঞ্চালনায় জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন- আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মীর ইদরিস নদভী, মুফতী মুনির হোসাইন কাসেমী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী জাকির হোসাইন কাসেমী, মুফতি জাবের কাসেমী,মুফতী মোহাম্মদ বিন আব্দুর রহমান হাফেজ্জী, মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, মাওলানা এনামুল হক মুসা, মুফতি সালাহ্ উদ্দিন, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী, মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা রিদওয়ান রফিকী, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মুফতী সুহাইল আহমাদ, মুফতী আম্মার মানসুর, মাওলানা উবাইদুর রহমান, মুফতী আবু বকর সুহাইল, মাওলানা নাজমুল হাসান প্রমুখ।
এলএইস/