সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ।। ২৫ কার্তিক ১৪৩২ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সড়ক দুর্ঘটনায় আহত, দোয়া কামনা ইকবাল ও নজরুলের দর্শন নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন কুশিয়ারা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে মাওলানা ফখরুল ইসলাম স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা উপদেষ্টা আসিফের চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি : বাণিজ্য উপদেষ্টা সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ইসলামী ব্যাংকের সাড়ে ১০ হাজার কোটি টাকা লুটপাট, দুদকের মামলা পাকিস্তানে সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক, আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদের সমঝোতা না হলে এককভাবেই নির্বাচন করবে জমিয়ত: মাওলানা ইউসুফী

নবুওয়াতের দরজা চিরতরে বন্ধ: মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামের মৌলিক আকীদা খতমে নবুওয়াত— অর্থাৎ নবুওয়াতের দরজা চিরতরে বন্ধ— এই মহান বিশ্বাসের উপর আঘাত হানতে কাদিয়ানী বা তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত নামে পরিচিত গোষ্ঠী দুনিয়ার নানা প্রান্তে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। তাদের মিথ্যা নবুওয়াত দাবী ও বিভ্রান্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের উলামায়ে কেরাম ও ঈমানদার জনগণ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।

এই প্রেক্ষাপটে আগামী ১৫ নভেম্বর ২০২৫ ঈ., শনিবার, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিত হবে “খতমে নবুওয়াত মহাসম্মেলন”।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর ২০২৫ ঈ.) শাইখুল হাদীস আল্লামা মুফতী গোলাম রহমান সাহেব প্রতিষ্ঠিত দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামি'আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা-এর ২০তম বার্ষিক ওয়াজ মাহফিলে কাদিয়ানী ধর্ম বিশ্বাস ও তাদের গোপন অপতৎপরতা সম্পর্কে উম্মাহকে সতর্ক করতে গিয়ে উক্ত মহাসম্মেলন সফলের লক্ষ্যে উলামা-ত্বলাবাসহ সকল স্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আকুল আবেদন জানান জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের সম্মানিত খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য হলো খতমে নবুওয়াতের আকীদা রক্ষার জন্য জাতীয় ঐক্য গঠন করে ইসলাম ও মুসলমানদের ঈমানী নিরাপত্তা নিশ্চিত করা এবং খুব জোরালোভাবে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা বাস্তবায়নের দাবী উত্থাপন করা।”

এ লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইসলামী দলসমূহের প্রতিনিধি এবং অসংখ্য ধর্মপ্রাণ তাওহীদি দেশপ্রেমিক মুসলমানগণ মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মাহফিলটির সভাপতিত্ব করেন আল্লামা মুফতী গোলাম রহমান সাহেব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— মাওলানা মুশতাক আহমাদ (মুহতামিম, খুলনা দারুল উলূম মাদরাসা), মাওলানা শুয়াইব আলমপুরী (উস্তায, দারুল উলূম হাটহাজারী), মুফতী গোলামুর রহমান (মুহতামিম, খুলনা ফুলবাড়িগেট মাদরাসা), মাওলানা আদনান মাসউদ (উত্তরা জামিআতুল মানহাল), মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা মুনিরুল হক, মুফতী ইউনুস আহমাদ, মুফতী আবদুল কাইয়ুম জমাদ্দার, মুফতী আমানুল্লাহ, মুফতী মাশহুদুর রহমান, মুফতী মানযুর আহমাদ, মুফতী জাকির হুসাইন, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী রকিব উদ্দিন, মুফতী হুমায়ূন কবীর প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ