সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ।। ২৫ কার্তিক ১৪৩২ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সড়ক দুর্ঘটনায় আহত, দোয়া কামনা ইকবাল ও নজরুলের দর্শন নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন কুশিয়ারা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে মাওলানা ফখরুল ইসলাম স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা উপদেষ্টা আসিফের চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি : বাণিজ্য উপদেষ্টা সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ইসলামী ব্যাংকের সাড়ে ১০ হাজার কোটি টাকা লুটপাট, দুদকের মামলা পাকিস্তানে সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক, আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদের সমঝোতা না হলে এককভাবেই নির্বাচন করবে জমিয়ত: মাওলানা ইউসুফী

ফরিদপুরে স্বতন্ত্র এমপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধার প্রতিবাদে ঝাড়ু মিছিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল তার নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি, গেট, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় চরভদ্রাসন উপজেলা সদরে এক বিশাল ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন।

সূত্রে জানা গেছে, মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে এবং সমাবেশে অংশগ্রহণকারীরা নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির ঘটনাগুলোকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মুফতি রায়হান জামিলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত কিছু কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার নির্বাচনী কার্যক্রমে বাঁধা দিচ্ছে। সম্প্রতি সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন স্থানে তার সমর্থকদের তৈরি করা নির্বাচনী গেট ভেঙে ফেলা, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।

এবিষয়ে মুফতি রায়হান জামিল আওয়ার ইসলামকে বলেন,

 "সম্প্রতি সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন স্থানে আমার সমর্থকদের তৈরি করা নির্বাচনী গেট ভেঙে দেওয়া এবং ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।

আমি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। তাই অন্যায় ও ভাঙচুরের প্রতিবাদে সবাইকে শান্তিপূর্ণভাবে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি। চলুন, জনগণের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হই।"

তিনি আরও বলেন, “আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে দাবি করছি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক। আমি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের বিশ্বাসী এবং আশা করি আমার প্রচারণায় আর কোনো বাধা সৃষ্টি হবে না।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ