সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৭ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭


সীমান্তে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিলো বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের জকিগঞ্জ সীমান্তে কৃষকের সবজি ক্ষেত ও বেড়া ভেঙে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার বিয়াবাইল বিজিবি ক্যাম্পের অন্তর্গত মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে সুরমা নদীর চরে এ ঘটনা ঘটে।

ভারতীয় বিএসএফ নদী পার হয়ে বাংলাদেশ সীমান্তের ভিতরে ঢুকে এমন বল প্রয়োগ ও অন্যায় আচরণের তাৎক্ষণিক প্রতিবাদ করেন বাংলাদেশের স্থানীয় নাগরিকরা। পরে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের প্রস্তাব দিলে বিএসএফ সোমবার সকালে পতাকা বৈঠকে বসার বিষয়ে সম্মতি দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ফাত্তাহ চৌধুরী বাবু জানান, ভারতের জালালপুর সীমান্তের পীননগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৩৪৫ নম্বর সীমান্ত পিলার অতিক্রম করে বাংলাদেশের জকিগঞ্জ উপজেলার রসুলপুরে এসে সবজি চাষিদের সবজি চাষে বাধা দেন এবং বাশে বেড়া ভেঙে দেয়। অথচ বাংলাদেশের স্থানীয় কৃষকরা যুগ যুগ ধরে এই জায়গা চাষাবাদ করে আসছে। চলতি বছর কৃষকরা সবজি চাষাবাদ করেছে। রোববার ভারতীয় বিএসএফ সুরমা নদী পার হয়ে এদেশে প্রবেশ করে সবজি বাগানের বাশের বেড়া ভেঙে ফেলে। এ সময় জমিগুলো ভারতীয় অংশের বলে দাবি করে তারা।

খবর পেয়ে এলাকার লোকজন জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তুলে প্রতিবাদ জানালে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। পরে বিষয়টি নিয়ে বিজিবি পতাকা বৈঠকের প্রস্তাব দিলে সোমবার সকাল ১০টার দিকে পতাকা বৈঠকে বসতে বিএসএফ সম্মতি দিয়েছে।

সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির অভিযোগ করে বলেন, বিএসএফ তাদের স্থানীয় বাসিন্দাদের সাথে খারাপ আচরণ করেছে এবং সবজি ক্ষেত এবং ক্ষেতের বাশে বেড়া ভেঙ্গে দেয়েছে।

বিষয়টির সত্যতা স্বীকার করে বিজিবি বিয়াবাইল ক্যাম্পের নায়েক সুবেদার নাজির আহমদ জানান, ‘ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তর ঢুকার বিষয়টি নিশ্চিত নয়। বিএসএফ নদীর এপারে এসে সবজি ক্ষেতের বাশের বেড়া নষ্ট করে দিয়েছে। ভারতীয় বিএসএফ জায়গাটি তাদের দাবি করলেও সীমান্তে নদী হওয়ায় সীমানা নির্ধারণ করা কঠিন হচ্ছে। পতাকা বৈঠকে বসলে ম্যাপ দেখে সঠিক সীমানা চিহ্নিত করা সম্ভব।’

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিজিবি সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন বলেও তিনি জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ