রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৫ নভেম্বর শনিবার কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে এই মহাসম্মেলন সফল করতে দেশজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। মহাসম্মেলন সফল করতে আলেম প্রতিনিধিরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন।
এই মহাসম্মেলনে বিদেশি মেহমানদের মধ্যে উপস্থিত থাকবেন পাকিস্তান ন্যাশনাল এসেম্বলির সদস্য এবং জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান; দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী; জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমূদ মাদানী, পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরী; , ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট, সৌদি আরবের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়েখ আব্দুর রউফ মাক্কী; আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর ড. শায়েখ মুসআব নাবীল; আল্লামা ইউসুফ বিননূরী টাউন পাকিস্তানের নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিননূরী প্রমুখ।
মহাসম্মেলনে দেশীয় আলেমদের মধ্যে হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল হাইয়্যাতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এতে সভাপতিত্ব করবেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
এনএইচ/