গুম ও হত্যার বিচার দাবীসহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন“ইসকন” নিষিদ্ধের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা।
আজ (২৯ অক্টোবর) বুধবার সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী এর সভাপতিত্বে ও জেলা অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মাদ নাছির উদ্দীন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তা গণ চট্টগ্রামের আইনজীবী এ্যাডভোকেট আলিফ হত্যার দ্রুত বিচার,দেশের বিভিন্ন স্থানে মুসলিম মা-বোনদের উপর পরিকল্পিত সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট উগ্র জঙ্গি সংগঠন ইসকনকে নির্বাহী আদেশে অবিলম্বে নিষিদ্ধ করার জোর দাবি জানান।
বক্তারা আরো বলেন, ইসকন একটি উগ্রবাদী ও ধর্মবিদ্বেষী সংগঠন হিসেবে দেশের শান্তিপ্রিয় মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি এই সংগঠনের কর্মকাণ্ড রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্যও হুমকি হয়ে উঠেছে।
তাই রাষ্ট্র ও প্রশাসনকে মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে মুসলমানদের প্রাণের দাবী দ্রুততম সময়ে জঙ্গী সংগঠন ইসকনকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে স্থায়ী ভাবে নিষিদ্ধ করার কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে। অন্যথায় ইসকন বিরোধী আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।
মানববন্ধনের জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, জেলা হেফাজতের সিনিয়র সহসভাপতি মাওলানা নুর মোহাম্মদ, সাধারন সম্পাদ মুফতি শামিম হুসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এম জামালুল হাসান জামিল, খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনে, সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজী,খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, মাওলানা হারুনুর রশিদ আজিজী,মাওলানা শাব্বির মাহমুদ, মাওলানা মুবিনুল ইসলাম, মাওলানা হামিদুল্লাহ নোমান, মাওলানা শফিউল্লাহ, মাওলানা আব্দুর রহিম ফারুকী প্রমূখ বক্তব্য রাখেন ।
এলএইস/