বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ।। ১০ আশ্বিন ১৪৩২ ।। ৩ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো দারুল উলূম সাতবাড়িয়ার বার্ষিক প্রতিযোগিতা  যারা শরিয়াহ বিরোধী বক্তব্য দেয় তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে : জমিয়ত মহাসচিব  মুরাদনগরে নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের উপজেলা কমিটি গঠন জুলাই সনদের আইনিভিত্তি ও গণহত্যার বিচারের পর নির্বাচন হবে : মাসুদ নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া রক্তক্ষয়ী সংঘর্ষের পর লাদাখের কারগিলে ‘কমপ্লিট শাটডাউন’ পালন রাতে ঢাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা জামায়াত আমিরের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট প্রতিনিধির বৈঠক চট্টগ্রামে মসজিদ ও কবরস্থান রক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে আরো কঠোর হওয়ার দাবি খেলাফত মজলিসের

চট্টগ্রামে মসজিদ ও কবরস্থান রক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের হালিশহরের সিজিপিওয়াই এলাকায় রেলের জমিতে ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রেল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রেলওয়ে ট্রেনিং একাডেমির সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা জানান, যে জমি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হয়েছে, সেখানে রয়েছে রেলকর্মীদের কবরস্থান, একটি মসজিদ ও শতবর্ষ পুরোনো একটি মাজার।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত লিখিতভাবে কবরস্থান-মসজিদ রক্ষার নির্দেশনা না এলে সিজিপিওয়য়সহ রেলের বিভিন্ন কার্যালয়ে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, সিজিপিওয়াই রেলওয়ের গুরুত্বপূর্ণ আয়ের একটি কেন্দ্র। এখানে রেলের বিভিন্ন শাখা ও বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রায় এক হাজার পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বহু পরিবারও এখানে স্থায়ীভাবে বসবাস করে আসছে।

সমাবেশে বক্তব্য রাখেন সিজিপিওয়াইয়ের প্রধান ইয়ার্ড মাস্টার মো. আব্দুল মালেক, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিজিপিওয়াই শাখার সভাপতি মো. হোসেন সহীদ ও সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি মো. আজিম উদ্দিন, রেলশ্রমিক দলের সভাপতি মো. ছাবের হোসেন, এমপ্লয়িজ লীগের কার্যকরী সভাপতি মো. মুহিদ উল্লাহ এবং রেলশ্রমিক দলের উপদেষ্টা মো. শামসুল আলম।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৯৯৫ সালে এক রেলকর্মীর মৃত্যুতে তাকে চট্টগ্রাম বন্দর কবরস্থানে দাফনের অনুমতি না পাওয়ায় হালিশহরের এই এলাকায় দাফনের সূচনা হয়। পরে পরিত্যক্ত একটি জলাভূমি ও জঙ্গল ধীরে ধীরে রেলকর্মীদের কবরস্থানে রূপ নেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের কনটেইনার কোম্পানি লিমিটেড (সিসিবিএল) হালিশহরের ২১.২৯ একর জমি সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে। এই জমিতে রেলকর্মীদের কবরস্থান, মসজিদ, শতবর্ষী হযরত কুতুব বিল্লাহ শাহর মাজার ও তিনটি জলাশয় রয়েছে।

‘বাংলাদেশ রেলওয়ে সিজিপিওয়াই কবরস্থান’ নামে পরিচিত এই কবরস্থানের আয়তন ০.৬২৫০ একর এবং এখানে ৪৫০টির বেশি কবর রয়েছে। পাশাপাশি, মসজিদটির আয়তন প্রায় ০.৩৪ একর।

২০২৩ সালের জুলাই মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাইফ লজিস্টিকসের অব ডক লাইসেন্স বাতিল করলেও জমি লিজ ও নির্মাণ কার্যক্রম ঘিরে ক্ষোভ ও উত্তেজনা থেকেই যায়।

রেল কর্তৃপক্ষ শুরুতে জানায়, কবরস্থান ও মসজিদ অক্ষত রাখা হবে এবং প্রয়োজনীয় সংরক্ষণও করা হবে। সর্বশেষ, ২১ আগস্ট রেল সচিব নিজে জমি পরিদর্শন করে কবরস্থান ও মসজিদ রক্ষার মৌখিক আশ্বাস দেন। তবে এখনো কোনো লিখিত নির্দেশনা না আসায় সংশ্লিষ্টদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ